ডিগ্রি ১ম বর্ষের ফল প্রকাশ | বিশ্ববিদ্যালয় নিউজ

ডিগ্রি ১ম বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ খ্রিষ্টাব্দের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results) এ ফলাফল পাওয়া যাবে। সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ খ্রিষ্টাব্দের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results) এ ফলাফল পাওয়া যাবে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের ৬৭১টি কেন্দ্রে ১ হাজার ৯১২টি কলেজের ৩ লাখ ৫৩ হাজার ২৪৪ জন শিক্ষার্থী (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) এ পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ২ লাখ ২৪ হাজার ৫৭১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৬ দশমিক ৫৭ শতাংশ। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রকশিত ফল সর্ম্পকে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি- অভিযোগ থাকলে ফল প্রকাশের ১ মাসের মধ্যে তা পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে জানাতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো প্রকার আপত্তি- অবিযোগ গ্রহণ করা হবে না।

ডিগ্রি ১ম বর্ষের ফল প্রকাশ

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল    SUBSCRIBE করতে ক্লিক করুন।