ডেঙ্গু রোধে প্রতি সপ্তাহে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের - দৈনিকশিক্ষা

ডেঙ্গু রোধে প্রতি সপ্তাহে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক |

ডেঙ্গু প্রতিরোধে অধীনস্ত অধিদপ্তর ও অফিসগুলোতে নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠানের আঙ্গিনা ও ভবনগুলো পরিষ্কার রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সাথে আঙ্গিনা ও ভবনগুলোতে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলার নির্দেশনাও দেয়া হয়েছে। শুধু তাই নয় কর্মকর্তাদের নিজ নিজ অফিস ও বাসস্থানেও প্রতিসপ্তাহে একবার পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে বলা হয়েছে মাঠপর্যায়ের কর্মকর্তাদের। সোমবার (৩০ জুলাই) ডেঙ্গু প্রতিরোধে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

পরিপত্রে বলা হয়, নিজনিজ অফিস, বাসা, আঙ্গিনা ও আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। আশেপাশে জমে থাকা পানি দ্রুত সড়িয়ে ফেলতে হবে। সৌন্দর্যবধর্নে রাখা ফুলের টবগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধের উপায়গুলো যথাযথভাবে অনুসরণ করতে কর্মকর্তাদের বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

এছাড়া প্রতিসপ্তাহে একদিন নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে পরিপত্রে। আগামী ৪ আগস্টের মধ্যে প্রথমবারের মতো পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে। এ ছাড়া প্রতিমাসের ১ তারিখের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে হবে আঞ্চলিক, জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের।

এদিকে গত বৃহস্পতিবার (২৫ জুলাই) ডেঙ্গু প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চার দফা নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, সর্তকতা অবলম্বন করলে এ রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সব প্রচেষ্টা অব্যাহত রেখেছে। শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ ও ভবনগুলোতে পানি জমে থাকে এমন জায়গা বা ফুলের টবে জমে থাকা পানি এডিস মশার উপযুক্ত প্রজনন কেন্দ্র। ডেঙ্গুর বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে। সে প্রেক্ষিতে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ডেঙ্গু প্রতিরোধে এ ৪ দফা ব্যবস্থা নিতে হবে।   

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেয়া নির্দেশনায় বলা হয়েছে, খেলার মাঠ ও প্রতিষ্ঠানের ভবনগুলো নিয়মিত পরিস্কার রাখতে হবে। মাঠ বা ভবনে জমে থাকা পানি দ্রুত সড়িয়ে ফেলতে হবে। সৌন্দর্যবধর্নে রাখা ফুলের টবগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। এছাড়া ডেঙ্গেু প্রতিরোধের উপায়গুরো প্রতিদিন শিক্ষার্থীদের অনুষ্ঠানিকভাবে জানাতে শিক্ষকদের বলেছে শিক্ষা মন্ত্রণালয়। 

নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.003680944442749