ড. শরাফত গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী উপদেষ্টা | বিশ্ববিদ্যালয় নিউজ

ড. শরাফত গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী উপদেষ্টা

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী উপদেষ্টা হিসাবে দায়িত্ব পেয়েছেন ড. মো. শরাফত আলী। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানান। অধ্যাপক ড. মো. শরাফত আলী এ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজ

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী উপদেষ্টা হিসাবে দায়িত্ব পেয়েছেন ড. মো. শরাফত আলী।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানান।

অধ্যাপক ড. মো. শরাফত আলী এ বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের সহকারী অধ্যাপক।

রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ বলেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মসিউর রহমান কয়েক মাস আগে এ পদ থেকে পদত্যাগ করেন। কিন্তু করোনাভাইরাসের কারণে এ পদে নতুন কাউকে নিয়োগ দিতে বিলম্ব হয়েছে।