ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক - দৈনিকশিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক

দৈনিক শিক্ষাডটকম, ঢাবি |

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের (www.ssl.du.ac.bd) একাডেমিক কার্যক্রম পরিচালিত হওয়া ওয়েবসাইটটি হ্যাক করে সতর্কবার্তা জুড়ে দিয়েছে হ্যাকাররা। এতে ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন বিরোধী আন্দোলনে গতিময় করার জন্য আহ্বান জানানো হয়েছে। 

পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হত্যাচেষ্টার জোর প্রতিবাদ জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ১১টার পর এটি হ্যাক হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী। এরপর থেকে এই সতর্কবার্তা দেখা যাচ্ছে ওই ওয়েবসাইটটিতে।

সতর্কবার্তায় বলা হয়— “ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আসিফ নজরুলের প্রতি বার্তাঃ আমরা ঢাবি শিক্ষার্থীদেরকে ইসকন ইস্যুতে তাদের আন্দোলনকে গতিময় করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করছি, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলমকে হত্যা চেষ্টার জোর প্রতিবাদ করুন।”

এতে আরও বলা হয়, “আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই, ইসকন এবং প্রথম আলো সরাসরি ভারতীয় গোয়েন্দা বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। জনাব আসিফ নজরুল, একতরফা দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসুন। দেশ বিরোধী ইসকন এবং প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন।”

  

সতর্কবার্তায় বলা হয়, “আমরা পরিষ্কার করে বলতে চাই যে, আমরা কোনো দেশ বিরোধী গ্রুপ নই। এই সার্ভারের কোনো ফাইলস ক্ষতিগ্রস্ত হয়নি, সমস্ত ফাইল নিরাপদ রাখা হয়েছে। এটি কেবল বার্তা সরবরাহ করার জন্য হ্যাক করা হয়েছে।”

নিচে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করা হয়—#banISKCON, #banProthomAlo, #justiceshouldbeserved

এদিকে, সতর্কবার্তার উপরে Systemadminbd (Official) নামে একটি টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া হয়েছে। এই গ্রুপটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই ওয়েবসাইটটি হ্যাক করেছে।

টেলিগ্রাম চ্যানেলটিতে গিয়ে দেখা যায়, সেখানেও একটি সতর্কবার্তা রয়েছে। তাতে বলা হয়েছে, “দেশের বর্তমান পরিস্থিতে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকন এবং ভারতীয় দালাল প্রথম আলোকে নিষিদ্ধ করতে আন্দোলন বেগবান করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট হ্যাক করে ঢাবি শিক্ষার্থীদের প্রতি Systemadminbd কর্তৃক বার্তা প্রদান করা হলো।”

এ বিষয়ে জানতে ঢাবির আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক মোস্তাক আহমদকে ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে, ওয়েবসাইটটি হ্যাক হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গিয়াস উদ্দিন নামে এক শিক্ষার্থী বলেন, এটা ঠিক করার জন্যও কি লাঞ্চের পর পর্যন্ত অপেক্ষা করা লাগবে? না মানে একটা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট, তাও আবার SSL ডোমেইন। মানে সব ইনফরমেশনের এক্সেস অন্য কারও হাতে পরে আছে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটি (www.ssl.du.ac.bd) মূল ওয়েবসাইট নয়। এটি একটি সাব ডোমেইন ওয়েবসাইট। এটির মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য ম্যানেজমেন্ট ও বিভিন্ন একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয়।

ইএফটিতে এমপিও প্রক্রিয়ায় জটিলতা, বেকায়দায় শিক্ষা প্রশাসন - dainik shiksha ইএফটিতে এমপিও প্রক্রিয়ায় জটিলতা, বেকায়দায় শিক্ষা প্রশাসন সরকারি চাকুরেদের বিদেশে বিনোদন ভ্রমণও স্থগিত দীর্ঘমেয়াদি শিক্ষা ছুটিতেও না - dainik shiksha সরকারি চাকুরেদের বিদেশে বিনোদন ভ্রমণও স্থগিত দীর্ঘমেয়াদি শিক্ষা ছুটিতেও না বৈষম্যমূলক জাতীয়করণ সমস্যার সমাধান জরুরি - dainik shiksha বৈষম্যমূলক জাতীয়করণ সমস্যার সমাধান জরুরি বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি - dainik shiksha বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি জাবি ছাত্রীর সঙ্গে অ*শোভন আচরণ, ৩০ বাস আ*টক - dainik shiksha জাবি ছাত্রীর সঙ্গে অ*শোভন আচরণ, ৩০ বাস আ*টক কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে প্রকৌশল গুচ্ছ ‍টিকিয়ে রাখতে উপাচার্যদের শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি - dainik shiksha প্রকৌশল গুচ্ছ ‍টিকিয়ে রাখতে উপাচার্যদের শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জানুয়ারিতে সব শ্রেণির বই দেয়া নিয়ে শঙ্কায় অর্থ উপদেষ্টা - dainik shiksha জানুয়ারিতে সব শ্রেণির বই দেয়া নিয়ে শঙ্কায় অর্থ উপদেষ্টা please click here to view dainikshiksha website Execution time: 0.0038490295410156