তবু ঢাকা বোর্ডেই অফিস করেন জাহিদ বক্ত!

তবু ঢাকা বোর্ডেই অফিস করেন জাহিদ বক্ত!

আজ থেকে ২২ দিন আগে সিলেটের এমসি কলেজে বদলি হয়ে গেছেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ বক্ত চৌধুরী। প্রেষণে প্রায় ৬ বছর ঢাকা শিক্ষাবোর্ডে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের এই শিক্ষক। কিন্তু ঢাকা বোর্ডেই অফিস করেন জাহিদ চৌধুরী! সই করেন সনদ

আজ থেকে ২২ দিন আগে সিলেটের এমসি কলেজে বদলি হয়ে গেছেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ বক্ত চৌধুরী। প্রেষণে প্রায় ৬ বছর ঢাকা শিক্ষাবোর্ডে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) ছিলেন  বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের এই শিক্ষক। কিন্তু ঢাকা বোর্ডেই অফিস করেন জাহিদ চৌধুরী!  সই করেন  সনদে। তার শাখার একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বদলি হওয়া কর্মকর্তা কিভাবে অফিস করেন জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা আজাদ চৌধুরী  মঙ্গলবার সকালে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। স্ট্যান্ড রিলিজড কর্মকর্তা অফিস করতে পারেন না। আজই চেয়ারম্যান স্যারকে জানাবো।’  

এক প্রশ্নের জবাবে এমসি কলেজ প্রশাসন জানিয়েছে, গত ৩০ অক্টোবর বদলির আদেশ হয়  এবং ছয় নভেম্বর থেকে স্ট্যান্ড রিলিজিড জাহিদ বক্ত এমসি কলেজে আসেননি গতকাল ২০ নভেম্বরও।  

বারবার চেষ্টা করেও জাহিদ বক্তের বক্তব্য পাওয়া যায়নি।