তিনদিনের ছুটিতে রাজধানীর সড়ক ফাঁকা - দৈনিকশিক্ষা

তিনদিনের ছুটিতে রাজধানীর সড়ক ফাঁকা

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

পবিত্র ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটির সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তিনদিন ছুটি উপলক্ষে অনেকেই বেড়াতে গেছেন। বুধবার অফিস করে রাতেই অনেকে গ্রামের বাড়িতে চলে গেছেন।

যানজট, কোলাহল, মোড়ে মোড়ে গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, রিকশার জট- সাধারণত এমনই চিত্র রাজধানীবাসীর নিত্যসঙ্গী।   

তিনদিনের এ ছুটির কারণে ঢাকার রাস্তায় যানবাহনের আনাগোনা কম। অন্যদিনের তুলনায় নেই বললেই চলে। রাজধানীর কোথাও ব্যস্ততা নিয়ে ছুটে চলা মানুষের জনজট নেই। সবখানেই প্রায় ফাঁকা ফাঁকা ভাব।

হর্ন আর যান্ত্রিক শব্দের চিরচেনা ঢাকার রূপ যেন অনেকটাই বদলে গেছে আজ। তিন দিনের ছুটি পেয়ে অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছেন আবার অনেকে বন্ধু-বান্ধবের সঙ্গে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে গেছেন। সব মিলিয়ে ঢাকা হঠাৎ ফাঁকা হয়ে গেছে।

রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মূল সড়কে গাড়ি অনেক কম পাশাপাশি গণপরিবহনের সংখ্যাও কম। তবে মূল সড়কে রিকশার দাপট রয়েছে। সকালের দিকে ব্যক্তিগত কিছু যানবাহন ছাড়া রাজধানীতে চলেছে একেবারে কমসংখ্যক গণপরিবহন। সড়কে মাঝেমধ্যে দুই-একটি বাস দেখা যাচ্ছে। যে বাস চলছে, তাতে যাত্রী নেই বললেই চলে। 

পরিবহন সংশ্লিষ্টরা বলেন, টানা তিনদিনের ছুটির জন্য গতকাল বিকেল থেকেই বাসস্ট্যান্ডে ভিড় করছে মানুষ। সন্ধ্যা গড়াতে না গড়াতেই চাপ আরও বাড়তে থাকে। আজ রাতেও ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের এমন চাপ থাকবে বলেও মনে করছেন তারা।

ভূমিকম্পে খসে পড়লো ঢাবি হলের পলেস্তারা - dainik shiksha ভূমিকম্পে খসে পড়লো ঢাবি হলের পলেস্তারা ১৫ লাখ নির্বাচিত বই বিতরণ অনুষ্ঠান কাল - dainik shiksha ১৫ লাখ নির্বাচিত বই বিতরণ অনুষ্ঠান কাল ১৫ শিক্ষার্থী হলেও উপবৃত্তি পায় ২৩ জন - dainik shiksha ১৫ শিক্ষার্থী হলেও উপবৃত্তি পায় ২৩ জন ভূমিকম্প : কুমিল্লায় আহত দুই শতাধিক - dainik shiksha ভূমিকম্প : কুমিল্লায় আহত দুই শতাধিক এইচএসসিতে সবাই ফেল: তিন কলেজকে শোকজ - dainik shiksha এইচএসসিতে সবাই ফেল: তিন কলেজকে শোকজ উপজেলা পর্যায়ে নতুন শিক্ষাক্রমের শিক্ষক প্রশিক্ষণ শুরু ৯ ডিসেম্বর - dainik shiksha উপজেলা পর্যায়ে নতুন শিক্ষাক্রমের শিক্ষক প্রশিক্ষণ শুরু ৯ ডিসেম্বর please click here to view dainikshiksha website Execution time: 0.0064730644226074