তীব্র গরমে দাউদকান্দির তিন স্কুলের ২৬ শিক্ষার্থী অসুস্থ - দৈনিকশিক্ষা

তীব্র গরমে দাউদকান্দির তিন স্কুলের ২৬ শিক্ষার্থী অসুস্থ

কুমিল্লা প্রতিনিধি |

অর্ধবার্ষিক পরীক্ষার প্রথম দিনে প্রচণ্ড গরমে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ৩টি উচ্চবিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে ২৩ জনকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের আজ ও আগামীকাল বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। 

অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা হলো গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির তাবাচ্ছুম আক্তার, সুমাইয়া আক্তার, সামিয়া আক্তার, তানিয়া আক্তার, মারিয়া আফরিন, সাইফুল ইসলাম, জাহিদ হাসান, তাওহিদ হাসান, অষ্টম শ্রেণির শিক্ষার্থী মায়মুনা আক্তার, তন্নীমা আক্তার, ফাহিয়া তাছিন, কারিমা আক্তার, কবিতা আক্তার, আমেনা আক্তার, চন্দ্রিমা রানী রায়, ফাতেমা আক্তার, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জাকিয়া আক্তার, মালিহা আক্তার, গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তনিমা আক্তার ও চিনামুড়া এল এন উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী পইকরা আক্তার, খাদিজা আক্তার, নবম শ্রেণির শিক্ষার্থী ওহি ভূঁইয়া, নারান্দিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জায়েদা আক্তার। তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর ১৬ শিক্ষার্থীকে বাড়িতে পাঠানো হয়। অন্যদের চিকিৎসা–সেবা অব্যাহত রয়েছে।

  

কুমিল্লার সিভিল সার্জন নাছিমা আক্তার, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদ আল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আলমগীর ভূঞা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম ফজলুল হক, সহকারী শিক্ষা কর্মকর্তা বিল্লাল হোসেন মজুমদার, গৌরীপুর ইউপির চেয়ারম্যান মো. নোমান মিয়া সরকার, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আসাদুজ্জামান, গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক মো. সেলিম দ্রুত হাসপাতালে ছুটে আসেন এবং অসুস্থ শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা–সেবার ব্যবস্থা করেন।

গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আজ ও আগামীকালের বিদ্যালয়ের সব শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম ফজলুল হক বলেন, গতকাল মঙ্গলবার গরমে অসুস্থ হয়ে গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীর মারা যাওয়া এবং আজ অর্ধবার্ষিক পরীক্ষার প্রথম দিনের অসুস্থতার কথা জেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদ আল হাসান বলেন, গরম ও পরীক্ষার চিন্তায় প্রথমে এক শিক্ষার্থী অসুস্থ হয়। পরে ওই শিক্ষার্থীর দেখাদেখি আতঙ্কে অন্য শিক্ষার্থীরা অসুস্থ হয়। অসুস্থ শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ওসি মুহম্মদ আলমগীর ভূঞা বলেন, সুষ্ঠু পরিবেশে চিকিৎসার জন্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি।

ইউএনও মো. মহিনুল হাসান বলেন, প্রচণ্ড গরমের কারণে গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের আজ ও আগামীকালের অর্ধবার্ষিক পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে পরে ব্যবস্থা নেওয়া হবে।

ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি - dainik shiksha ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ অষ্টম পর্যন্ত অবৈতনিক শিক্ষায় সরকারকে সহযোগিতা করবে ইউএনএফপিএ - dainik shiksha অষ্টম পর্যন্ত অবৈতনিক শিক্ষায় সরকারকে সহযোগিতা করবে ইউএনএফপিএ ইসরায়েলকে বোমা পাঠানো বন্ধ রাখছে যুক্তরাষ্ট্র - dainik shiksha ইসরায়েলকে বোমা পাঠানো বন্ধ রাখছে যুক্তরাষ্ট্র ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে - dainik shiksha ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! - dainik shiksha ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল - dainik shiksha জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0041139125823975