তুরস্কে স্কুলের পাঠ থেকে ডারউইন বাদ - Dainikshiksha

তুরস্কে স্কুলের পাঠ থেকে ডারউইন বাদ

দৈনিক শিক্ষা ডেস্ক |

‘বিতর্কিত’ ও ‘দুর্বোধ্য’- এমন যুক্তিতে স্কুল পর্যায়ে ডারইউনের বিবর্তনবাদ তত্ত্ব না পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক সরকার।

আগামী বছর নবম-দশম শ্রেণির পাঠ্যবই থেকে ‘জীবনের উদ্ভব ও বিবর্তনবাদ’ নামে একটি পরিচ্ছেদ বাদ দেওয়ার কথা দেশটির জাতীয় শিক্ষা বোর্ডের প্রধান আলপাসলান দারমাস জানিয়েছেন।

রয়টার্স বলছে, প্রেসিডেন্ট রিজেপ তাইয়িপ এরদোয়ানের নেতৃত্বে ইসলামপন্থী একে পার্টির সরকার ২০০২ সালে ক্ষমতায় আসার পর থেকে নানা রক্ষণশীল কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আধুনিক তুরস্কের সেক্যুলার ভিত ধ্বংস করে দিচ্ছে বলে সমালোচনা রয়েছে।

সর্বশেষ জীববিজ্ঞানের অবশ্যপাঠ্য ডারইউনের তত্ত্ব বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘মুক্তমতের প্রতি অসহিষ্ণুতা’ ও ‘ধর্মান্ধতা’ আখ্যা দিয়ে তুরস্কের অনলাইন ফোরামগুলোতে সমালোচনার ঝড় উঠেছে।

তুরস্কের শিক্ষা কর্মকর্তা দারমাস বলেন, ছাত্রছাত্রীদের এসব ‘বিতর্কিত’ বিষয় বোঝার বয়স হয়নি। তাই মাধ্যমিক স্তরের আগে এগুলো পড়ানো হবে না।

এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচকরা প্রশ্ন তুলেছেন, বিবর্তনবাদ না পড়িয়ে জীববিদ্যা পড়ানো কীভাবে সম্ভব।

অনলাইন ফোরামে একজনের মন্তব্য উদ্ধৃত করে বিবিসি লিখেছে, আধুনিক বিজ্ঞানের এই মৌলিক তত্ত্বকে ‘বিতর্কিত’ বলা হচ্ছে- এটা অকল্পনীয়।

তুরস্কে এমনিতেই ‘বিবর্তনবাদ’ গুরুত্ব দিয়ে পড়ানো হচ্ছে না জানিয়ে আরেক সমালোচক নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

“একবার ক্লাসে স্যার আমাদেরকে বললেন, তোমাদের কে কে বিবর্তনবাদে বিশ্বাস কর? আমি হাত তুললাম। স্যার বললেন,  তুমি কি তাহলে বানর?”

উল্টো দিকে সরকারের উদ্যোগে সমর্থন জানিয়ে ফেইসবুকে একজন লিখেছেন, “পচা ও অর্থহীন তত্ত্বটিকে পাঠ্যক্রম থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি সরকারকে ধন্যবাদ জানাই।”

জীববিজ্ঞানী চার্লস ডারউইনের এই তত্ত্ব অনুযায়ী, কিছু অভিন্ন পূর্বপুরুষ থেকে ক্রমাগত বিবর্তনের মাধ্যমে সব প্রজাতির প্রাণীর উদ্ভব ঘটেছে। এই তত্ত্ব খ্রিস্টান ও ইসলামসহ ধর্মীয় সৃষ্টিতত্ত্বের বিরোধী।

জাতীয় পাঠ্যক্রমে পরিবর্তনের এই প্রস্তাব প্রেসিডেন্ট এরদোয়ান এর মধ্যেই অনুমোদন করেছেন, যা আগামী সপ্তাহে প্রকাশ করা হচ্ছে।

এর সমালোচনা করে শিক্ষক ইউনিয়নের প্রধান ফেরাই এতেকিন এদোয়ান বলেন, “সৌদি আরবের পর তুরস্ক হবে দ্বিতীয় দেশ যারা বিবর্তনবাদ পড়ানো বন্ধ করে দিচ্ছে। এমনকি ইসলামী প্রজাতন্ত্র ইরানেও বিবর্তনবাদ ও ডারউইনের ওপর মোট ৭১ ঘণ্টা পড়ানো হয়।

ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে - dainik shiksha ভুইফোঁড় শিক্ষক সমিতি নেতাদের এমপিও বাতিল হতে পারে শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ - dainik shiksha শিক্ষার্থীদের জন্য পাঠ্যবইয়ের সংশোধনী প্রকাশ ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! - dainik shiksha ঢাকা শিক্ষা বোর্ডের জাপান টিকিট ৩০ লাখ! যৌন হয়রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি - dainik shiksha যৌন হয়রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল - dainik shiksha জাল সনদধারী শিক্ষকের এমপিও বাতিল অভিযুক্ত শিক্ষা সাংবাদিকদের পক্ষে জোর তদবির - dainik shiksha অভিযুক্ত শিক্ষা সাংবাদিকদের পক্ষে জোর তদবির কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে যৌ*ন হয়*রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি - dainik shiksha যৌ*ন হয়*রানি: ঢাবি শিক্ষক নাদির জুনাইদকে অব্যাহতি দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি - dainik shiksha ষষ্ঠ-নবম শ্রেণিতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0062141418457031