তৃতীয় গ্রেড পাচ্ছেন ৯৫ কলেজের অধ্যক্ষ - দৈনিকশিক্ষা

তৃতীয় গ্রেড পাচ্ছেন ৯৫ কলেজের অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক |

বিভাগীয় শহরের নয়টি ও জেলা পর্যায়ের ৮৬টি মিলে মোট ৯৫টি সরকারি কলেজের অধ্যক্ষদের বেতন স্কেল উন্নতীকরণের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এ সংক্রান্ত প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ ইতিবাচক সম্মতি দিয়েছে। এখন চূড়ান্ত পর্যায়ে প্রশাসন উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সম্মতির অপেক্ষায় রয়েছে। সচিব কমিটির পরবর্তী বৈঠকে এ প্রস্তাবটি উঠানো হচ্ছে। এর মাধ্যমে অধ্যক্ষদের পূর্ববর্তী মর্যাদা ফিরে পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অধ্যাপকের বিদ্যমান পদটি চতুর্থ গ্রেডের। আগের মতো সিলেকশন গ্রেডের মাধ্যমে তৃতীয় গ্রেডে যাওয়ার সুযোগ নেই। সরকারি কলেজগুলোর মধ্যে অনার্স এবং অনার্স-মাস্টার্স কলেজের বিভাগীয় প্রধানদের পদটিও চতুর্থ গ্রেড অধ্যাপক মর্যাদার। এতে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হচ্ছে এসব কলেজের অধ্যক্ষদের। এই সমস্যার কথা বিবেচনায় নিয়ে বিভাগীয় পর্যায়ের নয়টি এবং জেলা পর্যায়ের ৮৬টি কলেজের অধ্যক্ষের পদটি তৃতীয় গ্রেডে উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সরকারের বাড়তি খরচ হবে ১১ কোটি ৩৩ হাজার টাকা।

অর্থ বিভাগের পক্ষ থেকে পদোন্নতির কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্তে বলা হয়েছে, জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি যোগ্যতা অর্জিত হতে হবে। অধ্যাপক পদে তিন বছরের চাকরির অভিজ্ঞতা এবং ৯ম বা তদূর্ধ্ব গ্রেডে মোট ১৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ১৯৮১ সালের বিসিএস নিয়োগবিধি (সাধারণ শিক্ষা) সংশোধন করতে হবে। একই মানের অন্যান্য কলেজের অধ্যক্ষ ও এ সংক্রান্ত পদসোপানের অন্তর্ভুক্ত অন্যান্য পদের বেতন গ্রেড ও পদোন্নতিযোগ্যতা অপরিবর্তিত থাকবে।

বিভাগীয় নয়টি কলেজের মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, আনন্দ মোহন কলেজ, চট্টগ্রাম কলেজ, এমসি কলেজ, রাজশাহী কলেজ, কারমাইকেল কলেজ, সরকারি বিএল কলেজ ও সরকারি বিএম কলেজ।

জেলা পর্যায়ের কলেজগুলোর মধ্যে রয়েছে সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, তোলারাম কলেজ, দেবেন্দ্র কলেজ, হরগঙ্গা কলেজ, ভাওয়াল বদরে আলম, টঙ্গী সরকারি কলেজ, নরসিংদী কলেজ, শহীদ আসাদ কলেজ, রাজবাড়ী কলেজ, রাজেন্দ্র কলেজ, সারদা সুন্দরী, বঙ্গবন্ধু কলেজ, শরীয়তপুর কলেজ, নাজিমউদ্দিন কলেজ, গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ মহিলা, মুমিনুন্নেসা কলেজ,

নেত্রকোনা কলেজ, আশেক মাহমুদ কলেজ, শেরপুর কলেজ, সা’দত কলেজ, এমএম আলী কলেজ, কুমুদিনী কলেজ, বরিশাল মহিলা, সৈয়দ হাতেম আলী, সোহরাওয়ার্দী কলেজ (পিরোজপুর), ভোলা কলেজ, পটুয়াখালী কলেজ, রাজশাহী সিটি কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ, নবাবগঞ্জ কলেজ, নওগাঁ কলেজ, সাপাহার কলেজ, নবাব সিরাজ-উদ-দৌলা কলেজ, আযীযুল হক কলেজ, এডওয়ার্ড কলেজ, ঈশ্বরদী কলেজ, শহীদ বুলবুল কলেজ, সিরাজগঞ্জ কলেজ, ইসলামিয়া কলেজ, আকবর আলী কলেজ, রংপুর কলেজ, গাইবান্ধা কলেজ, কুড়িগ্রাম কলেজ, নীলফামারী কলেজ, লালমনিরহাট কলেজ, দিনাজপুর কলেজ, ঠাকুরগাঁও কলেজ, খুলনা কলেজ, সুন্দরবন আদর্শ কলেজ, পাইওনিয়ার আদর্শ কলেজ, যশোর সিটি কলেজ, কেসি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ (মাগুরা) কুষ্টিয়া কলেজ, চুয়াডাঙ্গা কলেজ, সাতক্ষীরা কলেজ, সাতক্ষীরা মহিলা কলেজ, পিসি কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ (চট্টগ্রাম), চট্টগ্রাম সিটি কলেজ, পটিয়া কলেজ, কক্সবাজার কলেজ, রাঙামাটি কলেজ, খাগড়াছড়ি কলেজ, বান্দরবান কলেজ, নোয়াখালী কলেজ, ফেনী কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া, ব্রাহ্মণবাড়িয়া কলেজ, চাঁদপুর কলেজ, লক্ষ্মীপুর কলেজ, বৃন্দাবন কলেজ, মৌলভীবাজার কলেজ ও সুনামগঞ্জ কলেজ।

শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0047650337219238