দুই পদে নিয়োগ দেবে আধুনগর আখতারিয়া দাখিল মাদরাসা

দুই পদে নিয়োগ দেবে আধুনগর আখতারিয়া দাখিল মাদরাসা

সরকারি বিধিমোতাবেক আধুনগর আখতারিয়া দাখিল মাদরাসায় যোগ্যতাসম্পন্ন ১ জন নিরাপত্তাকর্মী ও ১ জন আয়া (২০১৮ খ্রিষ্টাব্দের জনবল কাঠামো মতে নব-সৃষ্ট পদ) আবশ্যক।

সরকারি বিধিমোতাবেক আধুনগর আখতারিয়া দাখিল মাদরাসায় যোগ্যতাসম্পন্ন ১ জন নিরাপত্তাকর্মী ও ১ জন আয়া (২০১৮ খ্রিষ্টাব্দের জনবল কাঠামো মতে নব-সৃষ্ট পদ) আবশ্যক। 

আগ্রহী  প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র, ২ কপি সত্যায়িত ছবি ও  ৫০০ টাকা জমা প্রদানের রসিদ সহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে নিম্ন ঠিকানায় আবেদন পৌঁছাতে হবে। পূবালী ব্যাংক, লোহাগাড়া শাখার ২৬০০১০১০১১৮৬৯ অনলাইন হিসাবের অনুকূলে ব্যাংক ড্রাফট করতে হবে। 


যোগাযোগ:- সুপার ও সেক্রেটারি, আধুনগর আখতারিয়া দাখিল মাদরাসা,  আধুনগর, লোহাগাড়া, চট্টগ্রাম। 

মোবাইল:- ০১৮১৫- ৮০৫৩৭৫।