দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থন না করার প্রতিজ্ঞা ঘোর সমর্থকের - দৈনিকশিক্ষা

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থন না করার প্রতিজ্ঞা ঘোর সমর্থকের

কুড়িগ্রাম প্রতিনিধি |

বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আবরে কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। প্রিয় দল হেরে যাওয়ায় অভিমানে ৩ কেজি দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ফুটবল দল সমর্থন না করার প্রতিজ্ঞা করেছেন কুড়িগ্রাম শহরের ঘোর সমর্থক আসিফ (২৬)।

গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে শহরের সিএন্ডবি মোড় এলাকায় সবার সামনে দুধ দিয়ে গোসল করে এ প্রতিজ্ঞা করেন।

আসিফ কুড়িগ্রাম পৌর শহরের চর কুড়িগ্রাম সিএন্ডবি মোড় এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। 

স্থানীয়রা জানান,গতকাল মঙ্গলবার পর্যন্ত আসিফ আর্জেন্টিনার এক কট্টর সমর্থক ছিলেন। বিশ্বকাপ  ফুটবল এলেই প্রিয়দল আর্জেন্টিনার প্রতি অগাধ ভালোবাসায় বাড়িতে আর্জেন্টিনার পতাকা টাঙিয়ে, গায়ে জার্সি পরে এলাকা ঘুরতেন। প্রিয় দলের সমর্থকদের বিভিন্নভাবে উৎসাহ যোগাতেন। মঙ্গলবারও তার ব্যাতিক্রম ছিল না। আর্জেন্টিনার খেলা দেখতে প্রজেক্টরের সামনের সাড়িতে বসেছিলেন তিনি। শেষ পর্যন্ত প্রিয়দল হেরে যাওয়ায় আশাহত হয়ে সবার সামনে দলের প্রতি অনিহা প্রকাশ করেন। দুধ দিয়ে গোসল করে আজীবনের জন্য আর্জেন্টিনা সার্পোট করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন তিনি। 

এ ঘটনার দেড় মিনিটির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। ইতোমধ্যে আসিফকে নিয়ে এলাকায় ফুটবল প্রেমিদের মাঝে সমালোচনার ঝড় উঠেছে।

জানতে চাইলে আসিফ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমার বোধ হওয়ার পর থেকে আর্জেন্টিনার সার্পোট করে আসছি। মনে প্রাণে আর্জেন্টিনাকে ভালোবাসি। আমার এতোদিনেও আর্জেন্টিনা বিশ্বকাপ ট্রফি নিতে পারেনি। বড় দলের সাপোর্টার হয়ে প্রতি বারেই লজ্জায় পড়েছি। তাই সিদ্ধান্ত নিলাম যতদিন বেঁচে থাকবো আর কখনও আর্জেন্টিনার সাপোর্ট করবো না।

অন্য কোন দলের সাপোর্ট করবেন জানতে চাইলে তিনি আরও বলেন, অন্যদলের সার্পোট করার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি। তবে এবার থেকে দলগুলোর খেলা দেখে বুঝে শুনে সাপোর্ট হবে।

কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. লোবান হাসান বলেন, বিশ্বকাপ ফুটবল ঘিরে নানান দলের সমর্থক থাকতে পারে। তবে খেলাকে কেন্দ্র করে সমর্থকদের মাঝে যেন কোন অপ্রতিকর ঘটনা না ঘটে এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

স্কুল-কলেজ শিক্ষকদের নভেম্বর মাসের এমপিওর চেক ব্যাংকে - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের নভেম্বর মাসের এমপিওর চেক ব্যাংকে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৩ হাজার ১৪০ - dainik shiksha ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ৩ হাজার ১৪০ জবির প্রথম নারী উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম - dainik shiksha জবির প্রথম নারী উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম মাদরাসা শিক্ষকদের নভেম্বর মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha মাদরাসা শিক্ষকদের নভেম্বর মাসের এমপিওর চেক ছাড় মুজিব নিয়েছিলেন গান্ধীর পথ: কিসিঞ্জার - dainik shiksha মুজিব নিয়েছিলেন গান্ধীর পথ: কিসিঞ্জার ডিআরইউর নতুন সভাপতি শুভ সম্পাদক মহিউদ্দিন - dainik shiksha ডিআরইউর নতুন সভাপতি শুভ সম্পাদক মহিউদ্দিন শিক্ষা ক্যাডারে আত্তীকৃত ১৬২ জনের চাকরি স্থায়ী হলো - dainik shiksha শিক্ষা ক্যাডারে আত্তীকৃত ১৬২ জনের চাকরি স্থায়ী হলো please click here to view dainikshiksha website Execution time: 0.0069329738616943