দুর্বৃত্তদের হামলায় হাসপাতালে অধ্যক্ষ | বিবিধ নিউজ

দুর্বৃত্তদের হামলায় হাসপাতালে অধ্যক্ষ

খুলনার হাড়িখালি কৃষি ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৭টার দিকে তেরখাদা উপজেলায় হাড়িখালি কৃষি ও প্রযুক্তি কলেজের কাছে এক রাস্তায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

খুলনার হাড়িখালি কৃষি ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকাল ৭টার দিকে তেরখাদা উপজেলায় হাড়িখালি কৃষি ও প্রযুক্তি কলেজের কাছে এক রাস্তায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

আহত অধ্যক্ষ আবদুল কাদেরকে (৪৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তেরখাদা থানার ওসি গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে কলেজের অদূরে এক রাস্তায় হাড়িখালি কৃষি ও প্রযুক্তি কলেজের অধ্যক্ষের ওপর হামলা হয়।

“এ সময় তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।”

কলেজের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তার ওপর এ হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।