দুষ্কৃতকারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। তারা একটার পর একটা ইস্যু তৈরি করে বর্তমান সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চাচ্ছে। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে।
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান এসব কথা বলেন।
সিভাসুর সাংস্কৃতিক সংগঠন প্রাঙ্গণ ও সাধারণ শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো-বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া, ভিডিও প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্মরণসভায় সিভাসুর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান আরো বলেন, যাদের রক্তের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের আশা-আকাঙ্ক্ষাকে আমাদের পূরণ করতে হবে। এজন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হব। দেশ গঠনে ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার দুর্বার গণআন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতনের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর সিভাসুর সাধারণ শিক্ষার্থীদের জোরালো দাবির প্রেক্ষিতে স্বৈরাচার সরকারের আমলে বিগত সাড়ে পনের বছরে সিভাসুর সব দুর্নীতি, জুলুম-নির্যাতন এবং আর্থিক ও প্রশাসিনিক অনিয়মের বিষয় তদন্ত করে সুপারিশের জন্য একটি গণতদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিভাসু অডিটোরিয়ামে আয়োজিত স্মরণসভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দীন, বিশেষ আলোচক ছিলেন ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আহসানুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।
সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। অনুষ্ঠানে সিভাসুর শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।