‘দেরিতে কেন্দ্রে গেলে দেয়া যাবে না ডেন্টাল পরীক্ষা’ - Dainikshiksha

‘দেরিতে কেন্দ্রে গেলে দেয়া যাবে না ডেন্টাল পরীক্ষা’

নিজস্ব প্রতিবেদক |

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে বিডিএস (ডেন্টাল) কোর্সে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর সকাল ১০টায় শুরু হবে। এক ঘণ্টার এ পরীক্ষায় কেন্দ্রে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন, যথাসময়ের পরে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।

বুধবার বিকেলে ডিএমপি সদর দফতরে পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বজায় রাখা সংক্রান্ত সভায় এ কথা বলেন তিনি।আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে সভায় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. এম এ রশিদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল কালাম বেপারি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব খান মো. নূরুল আমীন, ঢাকা ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিব্বির ওসমানীসহ মেডিকেল ভর্তি পরীক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় ডিএমপি কমিশনার বলেন, পরীক্ষার দিন ইডেন কলেজ ও বুয়েটে ভর্তি পরীক্ষা থাকায় অত্র এলাকায় ট্রাফিক যানজটের সৃষ্টি হতে পারে। যানজট এড়াতে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার আগে অর্থাৎ যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, এক ঘণ্টার এ পরীক্ষার সময় কেন্দ্রের আশপাশের ফটোকপি দোকান বন্ধ থাকবে এবং কম্পিউটারের দোকানের ওপর নজরদারি করা হবে।

প্রশ্নপত্র ফাঁসের কোনো গুজব সোশ্যাল মিডিয়া থাকলে বা দেখা দিলে নিকটস্থ থানা, Hello CT অ্যাপ, ডিএমপি ফেসবুক পেজ, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইমের ইনবক্সে তথ্য দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

ডিএমপি কমিশনার আরও বলেন, ডিবির মাধ্যমে ইতোমধ্যে সম্ভাব্য যেসব ব্যক্তি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত তাদের নজরদারিতে রাখা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের গুজবের বিষয় কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ঢাকায় ৫টি কেন্দ্রে এবারের বিডিএস কোর্সে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষায় মোট ২২ হাজার ৫০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল - dainik shiksha নতুন শিক্ষাক্রমের ৩১ পাঠ্যবইয়ে ১৪৭ ভুল বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ - dainik shiksha বজ্রপাতে মাদরাসার ২১ ছাত্র আহত, হাসপাতালে ১১ যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি - dainik shiksha যতো লিখেছি, ছিঁড়েছি তার বেশি তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি - dainik shiksha তত্ত্বাবধায়ককে বাধ্য করে ঢাবি শিক্ষকের পিএইচডি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ - dainik shiksha সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই - dainik shiksha শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেই বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী - dainik shiksha বিদ্যালয়ের ক্লাস থামিয়ে ভোট চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.005324125289917