দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি, নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত - বিবিধ - দৈনিকশিক্ষা

দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি, নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে কোথাও টানা বৃষ্টির শঙ্কা নেই, থেমে থেমে হালকা অথবা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এসময়ে নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।  

রোববার (১৯ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে সকাল ৬টার পর থেকে। বৃষ্টির এ ধারা দিনব্যাপী থাকতে পারে। একটানা হয়তো বৃষ্টি হবে না, তবে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আকাশও মেঘলা থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে টাঙ্গাইলে ৪ মিলিমিটার। এদিকে ঈশ্বরদীতে ৩, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২, সাতক্ষীরা, পটুয়াখালীর খেপুপাড়া, নীলফামারীর ডিমলা, ময়মনসিংহ ও নেত্রকোনায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এছাড়া পটুয়াখালী, সিলেট, সন্দ্বীপ, রাঙামাটি, রংপুর, নিকলি ও গোপালগঞ্জে সামান্য বৃষ্টি হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। 

অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

শনিবার (১৮ মার্চ) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শনিবারও সকালে ঢাকার আকাশ মেঘে ঢাকা ছিল। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ কেটে সূর্যের দেখা মেলে।

লেকচার অনুপম চ্যান্সেলরের নোট-গাইডে বাজার সয়লাব - dainik shiksha লেকচার অনুপম চ্যান্সেলরের নোট-গাইডে বাজার সয়লাব শিক্ষকদের ‘তিন বছর বসিয়ে বেতন দেয়া’ বক্তব্যের প্রতিবাদ - dainik shiksha শিক্ষকদের ‘তিন বছর বসিয়ে বেতন দেয়া’ বক্তব্যের প্রতিবাদ স্বাধীনতা দিবসের ব্যানারে বানান ভুল! - dainik shiksha স্বাধীনতা দিবসের ব্যানারে বানান ভুল! সত্তুরেই অকুতোভয় মুক্তিকামি বাঙালি - dainik shiksha সত্তুরেই অকুতোভয় মুক্তিকামি বাঙালি স্বাধীনতার চেতনায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে : গণশিক্ষা সচিব - dainik shiksha স্বাধীনতার চেতনায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে : গণশিক্ষা সচিব বিএনপির জন্মই ছিলো আজন্ম পাপ : শিক্ষামন্ত্রী - dainik shiksha বিএনপির জন্মই ছিলো আজন্ম পাপ : শিক্ষামন্ত্রী সমৃদ্ধ দেশ গড়ার মিশনে একাত্মতা প্রকাশ করতে হবে : চুয়েট ভিসি - dainik shiksha সমৃদ্ধ দেশ গড়ার মিশনে একাত্মতা প্রকাশ করতে হবে : চুয়েট ভিসি please click here to view dainikshiksha website Execution time: 0.0057981014251709