দৈনিক নওয়াপাড়ার সম্পাদক আসলাম হোসেন আর নেই | বিশ্ববিদ্যালয় নিউজ

দৈনিক নওয়াপাড়ার সম্পাদক আসলাম হোসেন আর নেই

বিশিষ্ট সাংবাদিক, দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি আসলাম হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১০ জানুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মৃত্যুবরণ করেন।

দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং  নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি আসলাম হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১০ জানুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মৃত্যুবরণ করেন।

অসুস্থ অবস্থায় তিনি বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সদালাপী আসলাম হোসেন নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটিরও সভাপতি  ছিলেন। তিনি স্ত্রী, এক মেয়ে এবং এক ছেলে ছাড়াও অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে নওয়াপাড়ার সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।  
 
আসলাম হোসেনের নামাজে আজ বাদ মাগরিব নওয়াপাড়া পিরবাড়ী মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা হবে তার গ্রামের বাড়ি শংকরপাশা নূরানী মাদরাসা মাঠে। এরপর তাকে সমাহিত করা হবে।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক শিক্ষার সম্পাদক সিদ্দিকুর রহমান খান। এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।