দ্বিতীয় ধাপে ভালোই এগোচ্ছে করোনার অক্সফোর্ড ভ‌্যাকসিন - দৈনিকশিক্ষা

দ্বিতীয় ধাপে ভালোই এগোচ্ছে করোনার অক্সফোর্ড ভ‌্যাকসিন

দৈনিকশিক্ষা ডেস্ক |

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ধাপের পরীক্ষা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের প্রধান অ্যান্ড্রু পোলার্ড। গতকাল শুক্রবার তিনি বলেছেন, তাঁদের এ কর্মসূচিতে আরও ১০ হাজার মানুষকে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

ভারতের হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, অক্সফোর্ডের ভ্যাকসিন গবেষণা দ্রুত শেষ করতে দ্বিতীয় ও তৃতীয় ধাপকে এক করে ফেলা হচ্ছে। তৃতীয় ধাপে ১৮ বছর বয়সের বেশি বয়সী অধিক সংখ্যক মানুষের মধ্যে ভ্যাকসিন কীভাবে কাজ করে তার মূল্যায়ন জড়িত এবং এটি কতেটা ভালোভাবে কোভিড-১৯ সংক্রমণ ও অসুস্থতা থেকে মানুষকে প্রতিরোধ করতে পারতে পারে, তা দেখা হবে।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, পোলার্ড এক বিজ্ঞপ্তিতে বলেন, ক্লিনিকাল স্টাডিজ খুব ভালোভাবে এগিয়ে চলছে এবং ভ্যাকসিন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মধ্যে প্রতিরোধ ক্ষমতাকে কতটা ভালোভাবে উজ্জীবিত করে, তা মূল্যায়নে আমরা এখন গবেষণা শুরু করছি।

মার্চে যুক্তরাষ্ট্রে ছয় মাকাক বানরের ওপর পরীক্ষার আশাব্যঞ্জক ফলাফলের পরে ২৩ শে এপ্রিল অক্সফোর্ডে পরীক্ষামূলক ভ্যাকসিনটি দুজনের মধ্যে প্রথম পরীক্ষা করা হয়েছিল।

অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্ক এক হাজার ব্যক্তিকে পরীক্ষামূলক ভ্যাকসিন দেওয়া হয়েছে। পরীক্ষার পরের ধাপে ১০ হাজার ২৬০ জনকে যুক্ত করা হচ্ছে, যার মধ্যে শিশু ও বয়স্ক ব্যক্তিরাও আছেন। মে ও জুন মাসে তাদের ভ্যাকসিন দেওয়া হবে।

আগামী দুই থেকে ছয় মাসের মধ্যে গবেষণার ফল জানা যেতে পারে। তবে যুক্তরাজ্যে করোনাভাইরাসের প্রকোপ থেমে গেলে অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। কারণ, এতে প্রাকৃতিকভাবে কম মানুষ ভাইরাসে সংক্রমিত হবে।

এ জন্য গবেষকেরা যাঁদের ঝুঁকি বেশি, তাঁদের গুরুত্ব দিচ্ছেন। যেমন স্বাস্থকর্মী।

বিজনেস ইনসাইডার বলছে, অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ করোনাভাইরাস ভ্যাকসিন খুঁজে বের করার প্রতিযোগিতায় কয়েকটি অভিজাত পরীক্ষাগার ও সুবিধাগুলোর মধ্যে অন্যতম।

সোমবার মার্কিন সংস্থা মডার্না তাদের ভ্যাকসিন পরীক্ষার প্রথম ধাপের এক পরীক্ষার ইতিবাচক ফল প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজেসের পরিচালক অ্যান্থনি এস ফাউসি বৃহস্পতিবার বলেছিলেন যে তিনি এ বিষয়ে সতর্কতার সঙ্গে আশাবাদী।

ওষুধ জায়ান্ট ফাইজার ৫ মে থেকে তাদের পরীক্ষামূলক ভ্যাকসিন পরীক্ষা শুরু করতে বায়োএনটেকের সঙ্গে অংশীদার হয়েছে। তারা এখনেো ফলাফল ঘোষণা করেনি।

বিশ্বজুড়ে প্রায় ১২ টি করোনাভাইরাস ভ্যাকসিন মানুষের ক্ষেত্রে পরীক্ষা শুরু হয়েছে বা শুরুর প্রক্রিয়ায় রয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলটির নেতৃত্বে থাকা সারাহ গিলবার্ট গত ১১ এপ্রিল বলেছিলেন, সেপ্টেম্বরের মধ্যে ভ্যাকসিন চলে আসার ব্যাপারে তিনি আশাবাদী।

ভ্যাকসিন অনুমোদিত হবে কি না, তা এখনো নিশ্চিত না হলেও ইতিমধ্যে এর উচ্চ চাহিদা সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার মার্কিন সরকার ১২০ কোটি মার্কিন ডলার খরচ করে অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের ৩০ কোটি ডোজ ভ্যাকসিনের জন্য সম্মতি দিয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা বলেন, আমাদের নিজস্ব ঝুঁকি এবং ব্যয়ে সম্পূর্ণরূপে উত্পাদওন ঝাঁপিয়ে পড়ার জন্য সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

অগ্রগতি সত্ত্বেও, ভ্যাকসিন অনুমোদিত হলে ডোজ বিতরণের জন্য প্রয়োজনীয় কাঁচের শিশি এবং ঢাকনা সংকটে বিশ্বব্যাপী পৌঁছানো বাধাগ্রস্ত হবে এমন উদ্বেগও রয়েছে।

সূত্র: প্রথমআলো

কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0051760673522949