গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক তোফায়েল আহমেদ। রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে আগামী চার বছরের জন্য ট্রেজারার পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। রোববার (২১ নভেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়।
জানা গেছে, তিনি চার বছরের জন্য এ পদে নিয়োগ পেয়েছেন। তবে, প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের অনুষ্ঠানিকতা সম্পাদন শেষে মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন। তিনি তার বর্তমান পদের সমপরিমান বেতন ভাতা পাবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় আইন-১৯৯৮ অনুসারে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদকে দ্বিতীয় মেয়াদে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।