দ্রুত শিক্ষক নিয়োগ সুপারিশের দাবিতে নিবন্ধিতদের অবস্থান কাল | স্কুল নিউজ

দ্রুত শিক্ষক নিয়োগ সুপারিশের দাবিতে নিবন্ধিতদের অবস্থান কাল

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন নিবন্ধিত প্রার্থীরা। এ দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১০ জুন) এনটিআরসিএ কার্যালয়ের৷ সামনে অবস্থান কর্মসূচী পালন করবেন তারা। তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রত্যাশী শিক্ষক ফোরামের ব্যানারে সকালে এই কর্মসূচী শু

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন নিবন্ধিত প্রার্থীরা। এ দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১০ জুন) এনটিআরসিএ কার্যালয়ের৷ সামনে অবস্থান কর্মসূচী পালন করবেন তারা। তৃতীয় গণবিজ্ঞপ্তির ফল প্রত্যাশী শিক্ষক ফোরামের ব্যানারে সকালে এই কর্মসূচী শুরু হবে। দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন তৃতীয় নিবন্ধিত প্রার্থীদের নেতা মো. শান্ত আলী।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, দীর্ঘ বঞ্চনা, আন্দোলন শেষে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। তবে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ নিয়ে এখন এনটিআরসিএ আবার তাল বাহানা শুরু করেছে। কর্মকর্তারা একবার বলেছেন আদালতের রায়ে জটিলতা সৃষ্টি হয়েছে। রায় পাওয়ার পরেও রেজাল্ট প্রকাশ করছে না। ফলে চাকরিপ্রত্যাশীরা হতাশ হয়ে পড়েছি।

তিনি আরও বলেন, গণবিজ্ঞপ্তির ফল যেন দ্রুত প্রকাশ করা হয় সেজন্যই আমরা আগামীকাল বৃহস্পতিবার এনটিআরসিএর সামনে অবস্থান কর্মসূচী পালন করবো। অবস্থান শেষে আমরা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করব। এতেও যদি কাজ না হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব।

৫৪ হাজারের বেশি শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ৮৯ লাখের বেশি আবেদন গ্রহণ করেছে এনটিআরসিএ।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল   SUBSCRIBE   করতে ক্লিক করুন।