ভোলার চরফ্যাশনে ধর্ষকের সঙ্গে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রীর বিয়ে দিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। আছলামপুরের খোদেজাবাগ গ্রামে প্রতিবেশীর ধর্ষণের শিকার হয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েছে ওই স্কুলছাত্রী। ১ এপ্রিল ঘটনা জানাজানি হলে ওই রাতেই ধর্ষকের সঙ্গে স্কুলছাত্রীর বিয়ে দেন স্থানীয় প্রভাবশালীরা।
সরেজমিনে সোমবার কিশোরীর মা, মেয়েটির স্বামী ও এলাকাবাসী বিষয়টি নিশ্চিত করেছেন।
মেয়েটির মা জানান, ঘটনাটি চাউর হওয়ার পর আমজাদ এবং তার প্রথম স্ত্রী আমার মেয়েকে মেনে নিয়েছে। এ কারণে মামলা করিনি। কিশোরীর স্বামী আমজাদ জানান, ভূঁইয়ারহাট বাজারের ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যানের কাছে আÍীয় দুলালসহ চেয়ারম্যানের লোকেরা স্থানীয় কাজি ডেকে ৩ লাখ টাকা দেনমোহরে এই বিয়ে দেন। এটা ফয়সালা হয়ে গেছে।
তবে স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে মেয়েটিকে অজ্ঞাত স্থানে সরিয়ে রাখা হয়েছে।
চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া বলেন, কিশোরীর মা ঘটনা স্বীকার করেননি। তাই পুলিশ ফিরে এসেছে।