ধানক্ষেতে স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার - দৈনিকশিক্ষা

ধানক্ষেতে স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি |

মাঠে খেলতে গিয়ে নিখোঁজের ৫ দিন পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আকিব ইসলাম খান ওরফে অমি (১২) নামের এক স্কুলছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে পূর্ব কালীনগর গ্রামের একটি ধানক্ষেতে তার অর্ধগলিত ও বস্তাবন্দি লাশ পাওয়া যায়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৫ জনকে আটক করেছে। নিহত স্কুলছাত্র আকিব ইসলাম নালিতাবাড়ী পৌরসভার কালীনগর বাইপাস এলাকার আবদুর রউফ খানের ছেলে ও শাহিন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পারিবারিক সূত্রের বরাত দিয়ে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, শনিবার বিকালে বাড়ির পাশের নাজমুল স্মৃতি সরকারি কলেজ মাঠে বন্ধুদের সঙ্গে খেলতে যায় আকিব।

বিকাল ৪টার দিকে বাসায় যাওয়ার কথা বলে খেলার মাঠ থেকে চলে আসে সে। এরপর থেকেই আকিব নিখোঁজ ছিল। তার সন্ধান চেয়ে নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে মাইকিং ও থানায় সাধারণ ডায়েরি করা হয়।

পরে থানায় একটি মামলাও করে তার পরিবার। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও আকিবের সন্ধান চাওয়া হয়। অবশেষে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের পূর্ব কালীনগর গ্রামের একটি ধানক্ষেতে তার অর্ধগলিত ও বস্তাবন্দি লাশ পাওয়া যায়। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আকিবের গলায় নাইলনের রশি দিয়ে পেঁচানো এবং পা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ বস্তায় ভরে ধান ক্ষেতে ফেলা হয়।

নিহত আকিবের মা ঝরণা বেগম জানান, তার বড় ছেলে গোলাম রাব্বি খান জেনিথ শেরেবাংলা কৃষি কলেজের ছাত্র। তাকে ২০১৬ সালের ২৬ মার্চ ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিবেশী রাকিব ও হৃদয় ক্ষুর মেরে আহত করেছিল। বর্তমানে মামলাটি চলমান।

একই সঙ্গে আরেক প্রতিবেশীর সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। তিনি জানান, ছোট ছেলে নিখোঁজ হওয়ার পর থেকেই তার সন্দেহের তীর তাদের দিকে গেলেও, কেউ তার কথা আমলে নেয়নি। তিনি ছেলে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ওসি বছির আহমেদ বাদল জানান, শিশুটির হত্যা রহস্য উদ্ঘাটনে পুলিশের বেশ কয়েকটি টিম মাঠে কাজ করছে।

আপিলে যাবে না শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিকে বৃহস্পতিবারও ছুটি - dainik shiksha আপিলে যাবে না শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিকে বৃহস্পতিবারও ছুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত শিক্ষার্থীদের শাস্তি কোনো সমাধান নয় - dainik shiksha শিক্ষার্থীদের শাস্তি কোনো সমাধান নয় হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় - dainik shiksha হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সেশনজটের শঙ্কা বুয়েটে - dainik shiksha সেশনজটের শঙ্কা বুয়েটে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে মাধ্যমিক প্রজন্মের উপার্জন কমবে ৩১ বিলিয়ন পাউন্ড - dainik shiksha মাধ্যমিক প্রজন্মের উপার্জন কমবে ৩১ বিলিয়ন পাউন্ড ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি - dainik shiksha ফিলিস্তিনিদের পক্ষে নির্মিত তাঁবু গুটাতে কলাম্বিয়া শিক্ষার্থীদের অস্বীকৃতি শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ - dainik shiksha শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি - dainik shiksha সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0047121047973633