ধূমপান বর্জনের শপথ নিলেন পরিবহন শ্রমিকরা | বিবিধ নিউজ

ধূমপান বর্জনের শপথ নিলেন পরিবহন শ্রমিকরা

ধূমপান বর্জনের শপথ নিয়েছেন রাজবাড়ীর পরিবহন শ্রমিকরা। মাদকমুক্ত দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে অফিসার্স ক্লাব মুক্ত মঞ্চে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম শ্রমিকদের শপথবাক্য পাঠ করান। এসময় তাদের হাতে পুষ্টিকর খাদ্

ধূমপান বর্জনের শপথ নিয়েছেন রাজবাড়ীর পরিবহন শ্রমিকরা। মাদকমুক্ত দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে অফিসার্স ক্লাব মুক্ত মঞ্চে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম শ্রমিকদের শপথবাক্য পাঠ করান। এসময় তাদের হাতে পুষ্টিকর খাদ্য দুধ, ডিম, মাংস তুলে দেওয়া হয়। 

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা’

জেলা প্রশাসক দিলসাদ বেগম ধূমপায়ীদের উদ্দেশ্যে বলেন, একজন ধূমপায়ীর ৩০ থেকে ৪০ টাকা দৈনিক খরচ হয়। সেটা দিয়ে আপনি ক্ষতি ছাড়া কিছুই পাচ্ছেন না। কিন্তু সেই টাকা দিয়ে আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য পুষ্টিকর খাদ্য কিনতে পারবেন।আমরা সেটাই বোঝানোর জন্য আপনাদেরকে পুষ্টিকর খাবার দিচ্ছি।এই করোনা পরিস্থিতিতে পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত জরুরী। আজকে যে শপথ আপনারা নিলেন সেটা প্রতিপালন করে অবশ্যই আপনারা সুস্থ থাকবেন। 

অনুষ্ঠানে উপস্থিত পরিবহন শ্রমিক রাজবাড়ীর লক্ষীকোল গ্রামের বাসিন্দা হাতেম সরদার জানান, তিনি ৪৫ বছর ধূমপান করেছেন। এতে তার ক্ষতিই হয়েছে। তিনি আর ধূমপান করবেন না। 

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন