নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের দাবি | বিশ্ববিদ্যালয় নিউজ

নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের দাবি

নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীসহ স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. হাছানাত আলী বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন তারা।

নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীসহ স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. হাছানাত আলী বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন তারা।

নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের দাবি

স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধন করে ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ নামকরণ ও নওগাঁ শহরের আশপাশে যৌক্তিক স্থানে ক্যাম্পাস গড়ে তোলার দাবি জানানো হয়। 

 

এ সময় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল হোসেন, জুলহাজ ইর রশিদ, সোহানুর ইসলাম, কাজল, শামীম কবির, শহিদুল ইসলাম সোহাগ, আজিজুল ইসলাম, আলামিন বাদশাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এদিন দুপুরে আনুষ্ঠানিকভাবে নবাগত উপাচার্য ড. মোহা. হাছানাত আলীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী উপাচার্য ড. আবুল কালাম আজাদ।