নওগাঁয় স্টেপ প্রকল্পের শিক্ষকদের মানববন্ধন - দৈনিকশিক্ষা

নওগাঁয় স্টেপ প্রকল্পের শিক্ষকদের মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি |

চাকরি রাজস্বখাতে স্থানান্তর ও ১৮ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে পলিটেকনিক ইনিস্টিটিউটে কর্মরত স্টেপ প্রকল্পভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে নওগাঁ পলিটেকনিক ইনিস্টিটিউটের সামনে শহীদ মিনার চত্বরে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন শিক্ষকরা।

মানববন্ধনে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত শিক্ষক দেওয়ান শামসুজ্জোহা শাহীন, আবু হাসান, আব্দুল্লাহ আল মাসুদ, এনামুল হক, আয়েশা খাতুন, সোমা রাণী, মাহমুদা ইয়াসমিনসহ অনেকে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কারিগরি শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে সরকার স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (স্টেপ) গ্রহণ করেন। প্রকল্পের আওতায় শিক্ষকদের নিয়োগ দেয়া হয়। ২০১২ ও ২০১৪ খ্রিষ্টাব্দে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতায় স্টেপ প্রকল্পের মাধ্যমে ১ হাজার ১৫ জন শিক্ষককে নিয়োগ দেয়া হয়। এর মধ্যে ৭৭৭ জন শিক্ষক বর্তমানে কর্মরত আছেন।

শিক্ষকরা আরও বলেন, প্রকল্প মেয়াদ শেষে সরকারের থোক বরাদ্দ খাত থেকে ২০১৯-২০২০ অর্থবছরে শিক্ষকদের বেতন ভাতার ব্যবস্থা করেছে সরকার। এরপর ২০২০ খ্রিষ্টাব্দের জুলাই মাস থেকে ২০২১ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাস পর্যন্ত কোন প্রকার বেতন ভাতার ব্যবস্থা করা হয়নি। তাই এই ১৮ মাস ধরে শিক্ষকরা খুব কষ্টে দিন যাপন করছেন। অনতিবিলম্বে শিক্ষকদের বেতনভাতা পরিশোধ করতে সরকারের কাছে অনুরোধ জানান শিক্ষকরা। একইসাথে স্টেপ প্রকল্পে কর্মরত শিক্ষকদের দ্রুত রাজস্বখাতে স্থানান্তরের দাবি জানান শিক্ষকরা।

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0033431053161621