নকলে বাধা দেয়ায় কোম্পানীগঞ্জে শিক্ষা ক্যাডার কর্মকর্তার ওপর হামলা - দৈনিকশিক্ষা

নকলে বাধা দেয়ায় কোম্পানীগঞ্জে শিক্ষা ক্যাডার কর্মকর্তার ওপর হামলা

নোয়াখালী প্রতিনিধি |

পরীক্ষার হলে নকলে বাধা দেয়ায় এবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে সরকারি মুজিব কলেজের একজন শিক্ষকের ওপর হামলা চালিয়েছে নামধারী কতিপয় ছাত্রলীগ কর্মী। হামলার শিকার কলেজের শিক্ষক তানভীর আহমেদ আতঙ্কে সময় কাটাচ্ছেন।

আহত শিক্ষক তানভীর আহমেদ

কলেজের শিক্ষকরা জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করতে বাধা দেয়ায় কলেজের ছাত্র নামধারী কয়েকজন দুর্বৃত্ত শিক্ষক তানভীরের ওপর হামলা করেছে। তানভীর বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩৫ ব্যাচের কর্মকর্তা ও সরকারি মুজিব কলেজের সমাজকর্মের প্রভাষক।

জানা গেছে, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা মসজিদের কাছে দুর্বৃত্তরা শিক্ষক তানভীর আহমেদের ওপর ইট পাথর ছুড়ে হামলা চালায়। এশার নামাজের পরপর মোটরসাইকেলে থাকা কলেজের ছাত্র নামধারী ৩ দুর্বৃত্ত তানভীর আহমেদের ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়।

এ ঘটনার নিন্দায় আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) কলেজের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা কলেজে মানববন্ধন করতে গেলে তাদের ব্যনার ছিনিয়ে নিয়ে যেতে চায় দুর্বৃত্তরা। ব্যনার নিতে ব্যর্থ হয়ে তারা কলেজ ক্যাম্পাসে ককটেল ছুড়ে পালিয়ে যায়। এ সময় তারা কলেজের অন্যান্য শিক্ষকদেরও দেখে নেয়ার হুমকিও দেয়।

কলেজের শিক্ষকরা দৈনিক শিক্ষাকে জানান, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) 'ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা'র ইংরেজি (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা চলাকালে কলেজ শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রিয়াদ, পৌর ছাত্রলীগ লিংকনসহ কয়েকজন পরীক্ষার হলে জোর করে ঢুকে প্রজান চন্দ্র ঘোষ, ও সাহাদাত হোসেন নামের দুই ছাত্রকে নকল সরবরাহ করে। এ সময় দায়িত্বে থাকা শিক্ষক তানভির তাদেরকে চলে যেতে বললে ওই শিক্ষকসহ কলেজের মহিলা ভাইস প্রিন্সিপ্যালকে নিয়ে নানা কটূক্তি করেন অভিযুক্তরা। 

কলেজের শিক্ষক মো. বিপুল রেজা দৈনিক শিক্ষাকে বলেন, পরীক্ষা শেষে কথা কাটাকাটিতে কয়েকজন দুর্বৃত্ত শিক্ষকদেরকে হুমকি দিয়ে বলে- 'শিক্ষকদেরকে পাগলা কুত্তার ইনজেকশন দিতে হবে। কত প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালকে উড়িয়ে দিলাম।'

এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় জিডি হয়েছে। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের কাছে অভিযোগ জানালে তারা এর সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন।

জিডিসূত্রে জানা যায়, নকলে বাধা দেয়ায় শিক্ষক তানভীর আহমেদসহ শিক্ষকদের ওপর হামলা ও লাঞ্ছিতের ঘটনায় উপজেলার কবিরহাট হলেজের ছাত্রলীগ সভাপতি তানভির আহমেদ তানজিদ ও ফয়সাল আহসান বিন আজাদসহ ২৫/৩০ জড়িত।

এদিকে এ ঘটানায় নিন্দা জানিয়েছে,  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বাবুসহ ৩৫ বিসিএসের কর্মকর্তারা।

রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি - dainik shiksha রোববার থেকে সরকারি প্রাথমিকে মর্নিং স্কুল, খোলার প্রজ্ঞাপন জারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী - dainik shiksha গরমে কলেজে কোচিং, দুদিনে অসুস্থ ৮ ছাত্রী কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা - dainik shiksha নিবন্ধিত শিক্ষক নিয়োগে এনটিআরসির নতুন নির্দেশনা দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট - dainik shiksha জাল সনদে চাকরি করছে কয়েক হাজার হেলথ টেকনোলজিস্ট ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের - dainik shiksha ফের আন্দোলনের হুশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ - dainik shiksha আইনি লড়াইয়ে যাচ্ছেন শিক্ষক নেতা কাওছার শেখ please click here to view dainikshiksha website Execution time: 0.0038719177246094