নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের প্রথম নারী পরিচালক ড. মার্জিয়া - দৈনিকশিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের প্রথম নারী পরিচালক ড. মার্জিয়া

দৈনিক শিক্ষাডটকম, ময়মনসিংহ |

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মার্জিয়া আক্তার। গতকাল বুধবার যোগদান করেন তিনি।

এর আগে মঙ্গলবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাকে গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর প্রথম সংবিধির ১২ (১) ও (২) ধারা মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে যোগদানের তারিখ থেকে কার্যকর হওয়ার শর্তে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) হিসেবে নিযুক্ত করা হলো। প্রচলিত বিধি মোতাবেক এ পদের সকল সুবিধাদি প্রাপ্য হবেন।

দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মার্জিয়া আক্তার বলেন, আমাকে দায়িত্ব প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই। শিক্ষা, গবেষণা ও উন্নয়ন এই তিনটি মোটোকে সামনে রেখে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। এতোদিন শিক্ষক হিসেবে আমিও সঙ্গী ছিলাম। সবার সহযোগিতায় গবেষণা ও উন্নয়নকে সম্প্রসারিত করতে আমিও কাজ করে যাবো।

তিনি আরো বলেন, নজরুল বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক আবহে গড়ে ওঠা একটি বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে তিনটি আন্তর্জাতিক কনফারেন্স, গবেষণা মেলা, রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী, মধুসূদন দত্তের দ্বিশত জন্মবার্ষিকী, মহুয়া-পালা ও ময়মনসিংহ গীতিকা সম্পর্কিত সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেইসাথে গবেষণাও বিশ্ববিদ্যালয়কে নানাভাবে আলোকিত করছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান বৃদ্ধি ও শিক্ষক-শিক্ষার্থীর মাঝে গবেষণা কেন্দ্রীক আগ্রহ সৃষ্টিতে উদ্যোগ নেবো।

অধ্যাপক ড. মার্জিয়া আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে ২০০৭ খ্রিষ্টাব্দে নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। এরপর ২০২০ খ্রিষ্টাব্দে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলের প্রভোস্ট ও হাউজ টিউটর হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন তিনি।

স্মরণশক্তিকে মেধা বলার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে - dainik shiksha স্মরণশক্তিকে মেধা বলার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান রেজাউল - dainik shiksha চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান রেজাউল বিদেশ নির্ভরতা কমাতে মানসম্মত উচ্চশিক্ষার তাগিদ ইউজিসির - dainik shiksha বিদেশ নির্ভরতা কমাতে মানসম্মত উচ্চশিক্ষার তাগিদ ইউজিসির এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে - dainik shiksha এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন যেভাবে বদলি প্রত্যাশী শিক্ষকদের কষ্ট - dainik shiksha বদলি প্রত্যাশী শিক্ষকদের কষ্ট একাদশে ভর্তি আবেদন ২৬ মে থেকে ১১ জুন - dainik shiksha একাদশে ভর্তি আবেদন ২৬ মে থেকে ১১ জুন কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.003432035446167