নদীগর্ভে বিলীন হওয়ার অপেক্ষায় এলাকার একমাত্র স্কুল | স্কুল নিউজ

নদীগর্ভে বিলীন হওয়ার অপেক্ষায় এলাকার একমাত্র স্কুল

শেরপুরের নকলা উপজেলায় ব্র‏হ্মপুত্র নদের গর্ভে বিলীন হতে চলছে নারায়নখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। বিদ্যালয়টি রক্ষায় কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট প্রশাসন। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে শতাধিক শিক্ষার্থীর পাঠদানের অত্র এলাকার একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত কয়েক বছর ধরে এই প্রাথমি

শেরপুরের নকলা উপজেলায় ব্র‏হ্মপুত্র নদের গর্ভে বিলীন হতে চলছে নারায়নখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। বিদ্যালয়টি রক্ষায় কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করেনি সংশ্লিষ্ট প্রশাসন। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে শতাধিক শিক্ষার্থীর পাঠদানের অত্র এলাকার একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত কয়েক বছর ধরে এই প্রাথমিক বিদ্যালয় ভবনটি সরানো বা বিদ্যালয় ভবনটি রক্ষার্থে নদের পাড় ভাঙনরোধে নেয়া হয়নি কোনো পদক্ষেপ।

নদীগর্ভে বিলীন হওয়ার অপেক্ষায় এলাকার একমাত্র স্কুল

নদী ভাঙন থেকে বিদ্যালয়টি রক্ষা বা স্থানান্তর নিয়ে নকলা উপজেলার সহকারী শিক্ষা অফিসার মঞ্জুরুল হক জুয়েল বলেন, আজ সকালে আমি ঐ বিদ্যালয় ভবনটি পরিদর্শন করে দেখতে পেলাম নদ থেকে প্রায় ১৩ফুট দূরে বিদ্যালয়টি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় বিদ্যালয়টি ব্র‏হ্মপুত্র নদের গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসারকে অবহিত করেছি।

নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান বলেন, ভাঙন কবলিত বিদ্যালয়টি পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি।