ননএমপিও শিক্ষকদের আন্দোলন এক মাসের জন্য স্থগিত (ভিডিও) - দৈনিকশিক্ষা

ননএমপিও শিক্ষকদের আন্দোলন এক মাসের জন্য স্থগিত (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক |

   
শিক্ষামন্ত্রীর আশ্বাসে এক মাসের জন্য আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন ননএমপিও শিক্ষকরা। রোববার (২৪ মার্চ) বিকেল সোয়া পাঁচটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের কাছে এ ঘোষণা দেন ননএমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহামুদুন্নবী ডলার।  

ননএমপিও শিক্ষক নেতা সরদার শাহ আলম দৈনিক শিক্ষাকে জানান, আগামীকাল সোমবার শিক্ষামন্ত্রীর সাথে ননএমপিও শিক্ষক নেতাদের বৈঠকের ব্যবস্থা করবেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন।  

শাহ আলম আরো জানান, শিক্ষামন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রতিনিধি দলের দেখা করার ব্যবস্থা করবেন। আমরা সে অপেক্ষায় রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা হলে আমাদের দাবির কথা তুলে ধরবো। আগামী ১ মাসের জন্য আন্দোলন স্থগিত করা হয়েছে। এ সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ বা এমপিওভুক্তির সুস্পষ্ট ঘোষণা না পেলে এমপিওর দাবিতে ফের আন্দোলন শুরু হবে।  

তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রীর ঘোষণার প্রতি সম্মান জানিয়ে আন্দোলন স্থগিত করার পক্ষে মত দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

 

এমপিও দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গত ৫দিন অবস্থান কর্মসূচি পালন করছেন ননএমপিও শিক্ষকরা। তাদের আশা ছিল প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে এমপিও দাবি দাওয়া তুলে ধরা। আজ রোববার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কদম ফোয়ারার সামনে উপস্থিত হয়ে শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য দেন। 

এসময় তিনি বলেন, এমপিওভুক্তির সাথে সরকারের আর্থিক বিষয় জড়িত। এমপিওভুক্তি আবেদন নেয়া হয়েছে। আবেদনগুলো যাচাই বাছাই করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে, এমপিওভুক্তির ঘোষণা দিতে দু’ এক মাস সময় প্রয়োজন।

আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছেন। আমরা সে বিষয়ে আলোচনা করব। আপনাদের একটি প্রতিনিধি দল যাতে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেন সে বিষয়ে ব্যবস্থা করব। তাই রাজপথ ছেড়ে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান করানোর জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আশা করছি আগামী অর্থবছরে এমপিওভুক্তির কাজ শুরু করতে পারব।

 

ননএমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার দৈনিক শিক্ষকে জানান, বিকেল ৫টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সভা ডাকা হয়েছে। কেন্দ্রীয় কমিটির নেতারা একসাথে বসবেন। সভা শেষে সিদ্ধান্তের বিষয়ে আমরা সাংবাদিকদের ব্রিফ করবো। সভা শেষে বিকেল সোয়া ৫টায় আন্দোলন ১ মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে জানান ননএমপিও শিক্ষক নেতারা। 

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির - dainik shiksha খাড়িয়া ভাষা সংরক্ষণে উদ্যোগ গ্রহণের আহবান প্রধান বিচারপতির উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা - dainik shiksha শিক্ষক হতে চান না শিক্ষক দম্পতিদের কৃতী সন্তানরা কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0049920082092285