নাজিরপুর ইউপির উপনির্বাচনে জয়ী বিএনপির বহিষ্কৃত নেতা | নির্বাচন নিউজ

নাজিরপুর ইউপির উপনির্বাচনে জয়ী বিএনপির বহিষ্কৃত নেতা

পিরোজপুরের নাজিরপুরে ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা মো. রাসেল সিকদার। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকের তানভীর হাসান ডালিম। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত উপজেলার সদর ইউনিয়নের উপনির্বাচনে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ

পিরোজপুরের নাজিরপুরে ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা মো. রাসেল সিকদার। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকের তানভীর হাসান ডালিম। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত উপজেলার সদর ইউনিয়নের উপনির্বাচনে সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। 

নাজিরপুর ইউপির উপনির্বাচনে জয়ী বিএনপির বহিষ্কৃত নেতা

জানা গেছে, নব নির্বাচিত চেয়ারম্যান মো. রাসেল সিকদার ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মো. আনোয়ার হোসেন সিকদারের ছেলে। তিনি উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সদস্য ও উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক ছিলেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি চেয়ারম্যান প্রার্থী হওয়ায় গত সোমবার বিএনপি তাকে দল থেকে আজীবন বহিষ্কার করেছিলো। এর আগে তাকে শোকজ করেছিলো বিএনপি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থী মো. রাসেল সিকদার পেয়েছেন ৫ হাজার ৪৭২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী মো.তানভীর হাসান ডালিম পেয়েছেন ৪ হাজার ৫২৪ ভোট। ইসলামী শাসনতন্ত্রের হাতাপাখা প্রতীকের প্রার্থী মো. এজাজ খান পেয়েছেন ৪৯১ ভোট, চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আরিফুর রহমান টুবুল পেয়েছেন ৪৯১ ভোট এবং মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মাদ আলী সিকদার পেয়েছেন ৮৪ ভোট। 

জানা গেছে, ওই ইউনিয়নে ১৬ হাজার ৮৪৫ জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে ১০ হাজার ৯৭৫ জন ভোটর ইভিএমে ভোট দিয়েছেন। 

প্রসঙ্গত, গত ১ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদারের মৃত্যু হয়। ওই পদে গত ২৭ ফেব্রুয়ারি উপজেলার সদর ইউনিয়নের ৬ বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারেফ হোসেন খান বিনা প্রতিদ্বন্দ্বী  উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। আর এ জন্য সদর ইউনিয়নের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলে নির্বাচন কমিশন (ইসি) ওই পদটি শূন্য ঘোষণা করেছিলো।