নানা জটিলতায় শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধন, সময় বাড়ানোর দাবি - দৈনিকশিক্ষা

নানা জটিলতায় শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধন, সময় বাড়ানোর দাবি

নিজস্ব প্রতিবেদক |

সফটওয়্যারসহ কয়েকটি জটিলতা আর বন্ধের ফাঁদে পড়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধন। কেউ কেউ টেলিটকের ম্যাসেজ পাননি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ণ কর্তৃপক্ষ দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ৭ মে’র মধ্যে শূন্যপদের তথ্যসহ নানাবিধ তথ্য আপলোড করাসহ নিবন্ধন করার নিদের্শ দিয়েছে।

ভুক্তভোগীরা বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য ৬ ও ৭ তারিখের স্কুল ও কলেজের শিক্ষক নিবন্ধন পরীক্ষা পিছিয়ে ১৩ মে’তে নেয়া হলেও নিবন্ধনের জন্য সময় দেয়া হলো ৭মে। এটাকে নিবন্ধন অফিসের তুঘলকি সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন ভুক্তভোগীরা।তারা আরো অন্তত ৭ দিন সময় বাড়ানোর দাবি করেছেন। তবে, কেউ কেউ বলেছেন সময় বাড়ালেও লাভ নেই কারণ যারা পারেন না তার কোনোদিনই পারবেন না।

রাজশাহী থেকে এক ভুক্তভোগী দৈনিকশিক্ষাকে জানান, একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির জন্ম সাল ১৯৪৭। এনটিআরসিএ’র ফরমে সাল আছে ১৯৫০-২০১৬ পর্যন্ত। এক্ষেত্রে সফট ওয়্যারে কাজ করা বা পরিবর্তন জরুরী এবং সময় বাড়ানো প্রয়োজন।

বরিশাল থেকে আরেকজন বলেছেন, টেলিটকের মেসেজ পাননি।

চাঁপাইনবাবগঞ্জের শংকরবাটি  হেফজুল উলুম এফ. কে. কামিল মাদরাসার অ্ধ্যক্ষ ড. মোহাঃ এমরান হোসেন জানান, অনেক ফাযিল ও কামিল মাদরাসার সভাপতি পদে আছেন জেলা প্রশাসক বা তাঁর মনোনীত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অথবা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অথবা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। তারা অত্যন্ত কর্মব্যস্ত মানুষ। তাদেরকে সব সময় পাওয়া যায় না।

যেমন চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসন অফিসের অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট দুটি প্রতিষ্ঠানের সভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একটি প্রতিষ্ঠানের সভাপতি এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দুুুটি প্রতিষ্ঠানের সভাপতি। কিন্ত বর্তমানে এ তিনটি পদের দায়িত্বে আছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। বর্তমানে তিনি ট্রেনিং-এর জন্য ঢাকায় অবস্থান করছেন। ফলে সভাপতির ছবি, জাতীয় পরিচয় পত্র এবং স্বাক্ষর পাওয়া সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, এ সমস্ত দিক বিবেচনা করে প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের মেয়াদ বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.019098043441772