নারীদের বিপিএল চালু করার আহ্বান রুমানার - Dainikshiksha

নারীদের বিপিএল চালু করার আহ্বান রুমানার

নিজস্ব প্রতিবেদক |

পুরুষদের টি-২০ ফ্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) মত নারীদেরও বিপিএল চালু করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি আহ্বান জানিয়েছেন মহিলা ওয়ানডে দলের অধিনায়ক রুমানা আহমেদ। যার মাধ্যমে বাংলাদেশের নারী ক্রিকেটও আন্তর্জাতিক পরিমন্ডলের সঙ্গে তাল মেলানোর সুযোগ পাবে বলে জানান তিনি।

রুমানা বলেন, এই মুহুর্তে দেশে নারী ক্রিকেটারের অভাব নেই। যেটিকে বিসিবি সব সময় টুর্নামেন্ট আয়োজনে বড় বাধা মনে করে। বাংলাদেশের এই অভিজ্ঞ নারী ক্রিকেটার বলেন, চলতি বছর মহিলাদের প্রিমিয়ার লীগে মোট ১২টি দল অংশগ্রহণ করেছিল। এটিই প্রমাণ করে বিসিবি যদি ইচ্ছা করে তাহলে দুর্দান্ত সব খেলোয়াড় নিয়ে মহিলা বিপিএল চালু করতে পারবে।

আজ রুমানা সাংবাদিকদের বলেন, ‘আগে বলা হতো দেশে পর্যাপ্ত সংখ্যক নারী ক্রিকেটার নেই। যে কারণে মহিলা দল গঠন করা কঠিন হবে। কিন্তু এই বছর মহিলা প্রিমিয়ার লীগে মোট ১২টি দল অংশগ্রহণ করেছে। সুতরাং এখন আমরা যদি ইচ্ছা পোষণ করি তাহলে বিপিএল আয়োজন করা সম্ভব। বিপিএল আয়োজনের জন্য আমি বিসিবি ও আমাদের শীর্ষ কর্মকর্তাদের অনুরোধ জানাচ্ছি।’

ইতোমধ্যে ২০১৮ খ্রিষ্টাব্দে প্রতিবেশী দেশ ভারতে ‘ওমেন্স টি-২০ চ্যালেঞ্জ’ নামে চালু হয়েছে মহিলাদের আইপিএল। ওই আসরে শুধুমাত্র দুটি দল অংশ নিলেও এবার সেখানে অংশ নিতে যাচ্ছে তিনটি দল। ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই আগামী বছর থেকে সেখানে অংশগ্রহণকারী দলের সংখ্যা সাত থেকে আটটিতে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে।

এই টুর্নামেন্টে দেয়া হচ্ছে মোটা পারিশ্রমিক। ফলে ভারত টি-২০ র‌্যাংকিংয়ের পঞ্চম অবস্থানে পৌঁছে গেছে। রুমানার মতে বিসিবি যদি বাংলাদেশের নারীদের নিয়ে এমন টুর্নামেন্ট চালু করতে পারে, তাহলে এখানকার নারী দলও ভারতের মতো র‌্যাংকিং লাভ করতে পারবে। এই মুহূর্তে বাংলাদেশ টি-২০ ক্রিকেটের র‌্যাংকিংয়ে নবম অবস্থানে রয়েছে।

রুমানা বলেন, ‘তারা (ভারত) এই বছর তিনটি মাত্র দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করলেও আগামী বছর সেখানে দলের সংখ্যা সাত থেকে আটটিতে উন্নীত হবে। তারা দল নিয়ে যে স্বপ্ন দেখছে তার ফলও পাচ্ছে। সুতরাং আমাদেরও ছোট্ট পরিসরে এই টুর্নামেন্ট চালু করা উচিৎ, এবং ধাপে ধাপে সেটির কলেবর বাড়ানো যাবে। সেটি যদি করা যায় তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমাদের র‌্যাংকিংয়েরও অনেক উন্নতি ঘটবে।’

কনুইয়ের ইনজুরি থেকে সুস্থ হওয়ার পথে থাকা রুমানা বাংলাদেশের নারী ক্রিকেটকে সমর্থন দেয়ার জন্য অংশীজনদের প্রতিও আহ্বান জানান। তিনি বলেন, ‘পুরুষ ক্রিকেটের মতো নারী ক্রিকেট প্রচারণা পায় না। কয়েকদিন আগে আমাদের ইমার্জিং দল দক্ষিণ আফ্রিকায় খেলে এসেছে। সেখানে তারা টি-২০ সিরিজে হারলেও জিতে নিয়েছে ওডিআই সিরিজ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই খবর প্রকাশিত হয়েছে খুবই ছোট করে।

কিন্তু যখন পুরুষদের অনূর্ধ্ব-১৯ বা ইমার্জিং দল কোথাও সফরে যায় তখন ব্যাপকভাবে তাদের সংবাদ পরিবেশিত হয়। সাংবাদিকরাসহ পৃষ্ঠপোষকরা যদি আমাদের সংবাদ আরও বড় পরিসরে প্রচার করতো, তহালে এদেশের নারী ক্রিকেট আরও বেশি সৃমদ্ধ হতো।’

শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু - dainik shiksha ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী - dainik shiksha শিক্ষকরাই স্মার্ট নাগরিক গড়ার কারিগর: শিল্পমন্ত্রী এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা - dainik shiksha এনটিআরসিএর সার্টিফিকেট সংশোধনের নতুন নির্দেশনা মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা - dainik shiksha মর্নিং স্কুলের ছয় সুবিধা উল্লেখ করলেন জেলা শিক্ষা কর্মকর্তা দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা - dainik shiksha দেড় মাস পর ক্লাসে ফিরছেন বুয়েট শিক্ষার্থীরা, স্থগিত পরীক্ষার তারিখ ঘোষণা অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলের সংখ্যা বাড়াতে চায় সরকার দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0032269954681396