নারীর আইনি সুরক্ষায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৭৩তম - দৈনিকশিক্ষা

নারীর আইনি সুরক্ষায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৭৩তম

নিজস্ব প্রতিবেদক |

বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও এখনো নারীদের অর্থনৈতিক কার্যক্রমে অংশ নেওয়ার ক্ষেত্রে আইনি বাধা আছে। বিশ্বব্যাংকের মতে কর্মক্ষেত্রে পুরুষের তুলনায় নারীর আইনি সুরক্ষা পাওয়ায় বিশ্বের তলানিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। চলতি বছর ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৩তম।

গত বছর ছিল ১৭১তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও পেছনের সারিতে বাংলাদেশ। এ অঞ্চলের আট দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। বিশ্বব্যাংকের ‘নারী, ব্যবসা ও আইন-২০২১’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরা হয়েছে। গত বুধবার ওয়াশিংটন থেকে এটি প্রকাশ করা হয়। আটটি সূচকের আলোকে এই সূচক প্রণয়ন করা হয়েছে। মোট নম্বর ছিল ১০০। এই ১০০ নম্বরের মধ্যে বাংলাদেশ পেয়েছে ৪৯ দশমিক ৪। চলাচলের স্বাধীনতা, কর্মক্ষেত্রের সমতা, মজুরি, বিবাহ, পিতৃত্ব-মাতৃত্ব, উদ্যোগ, সম্পদ ও পেনশন-এই আটটি সূচকের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিটি সূচকের সর্বোচ্চ নম্বর ১০০। এরপর তা গড় করা হয়েছে। দেখা গেছে, চলাচলের ক্ষেত্রে বাংলাদেশের নারীরা শতভাগ স্বাধীন। অর্থাৎ বাংলাদেশের নারীদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ায় বাধা নেই। কর্মক্ষেত্রের সমতায় বাংলাদেশ পেয়েছে ৫০, মজুরির ক্ষেত্রে ২৫, বিবাহে ৬০, মাতৃত্বে ২০, উদ্যোগে ৭৫, সম্পদে ৪০ ও পেনশনে ২৫। সব মিলিয়ে গড় দাঁড়ায় ৪৯ দশমিক ৪।

দক্ষিণ এশিয়ায় ৮০.৬ স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থান নেপাল। দেশটির অবস্থান ৫১তম। এরপর রয়েছে ভারত ১২৩তম (স্কোর ৭৪.৪)। এরপর মালদ্বীপের অবস্থান ১২৫ (স্কোর ৭৩.৮), ভুটান ১৩১ (স্কোর ৭১.৯), শ্রীলংকা ১৪৭ (স্কোর ৬৫.৬), পাকিস্তান ১৬৭ (স্কোর ৫৫.৬) এবং আফগানিস্তান ১৮২তম (স্কোর ৩৮.১)।

প্রতিবেদনে ১০০ স্কোরের মধ্যে উপর্যুক্ত স্কোর পেয়ে শীর্ষে আছে ১০টি দেশ। যেখানে নারী-পুরুষের ক্ষেত্রে সমঅধিকার কার্যকর রয়েছে। এ দেশগুলো হলো বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পর্তুগাল ও সুইডেন। তবে আগের প্রতিবেদনের তুলনায় এবার সমঅধিকার প্রতিষ্ঠা দেশের সংখ্যা চারটি বেড়েছে। এর বাইরে ২৭টি দেশ জেন্ডার সমতা নিশ্চিত করার জন্য প্রচলিত আইনে সংস্কার এনেছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে আইন অনুযায়ী পুরুষের মতো নারী কোথায় বাস করবে, তা ঠিক করতে পারে। বাড়ির বাইরে যাতায়াত করতে পারে, পাসপোর্টের আবেদন করতে পারে। ইচ্ছা করলে দেশের বাইরে যেতে পারে। নারীর ব্যবসা বা অন্য কোনো পেশা বেছে নেয়ার স্বাধীনতা রয়েছে। তবে কর্মক্ষেত্রে নারীর আইনি সুরক্ষার অনেক অভাব রয়েছে।

এরকম সুরক্ষার অভাব রয়েছে সম্পত্তির অধিকার, বিয়ে, সন্তান নেওয়া, ব্যবসা ও পেনশনের ক্ষেত্রেও। বিশ্বব্যাংকের প্রধান ডেভিড ম্যালপাস বলেন, কোভিড-১৯ জেন্ডার সক্ষমতার ক্ষেত্রে নারীকে আরও বেশি প্রতিবন্ধকতার মুখে ঠেলে দিয়েছে। যার মধ্যে রয়েছে শিক্ষায় অংশগ্রহণ ও চাকরি রক্ষা। এছাড়া এ সময় নারীর প্রতি পারিবারিক সহিংসতার ঘটনাও অনেক বেড়েছে।

কর্মক্ষেত্রে নারীদের নিু পারিশ্রমিক ও পারিবারিক দিকনির্দেশনার ঘাটতিকে জেন্ডার সমতার অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে দায়ী করছে বিশ্বব্যাংক।

সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন - dainik shiksha চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রী যা জানালেন গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ - dainik shiksha গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৩৬.৩৩ শতাংশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে - dainik shiksha বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ স্থগিতের নেপথ্যে শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ - dainik shiksha শিক্ষাখাতে অপপ্রচারে ভূয়া অভিভাবক ফোরাম, জাল সনদের অধ্যক্ষ please click here to view dainikshiksha website Execution time: 0.0082352161407471