নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনুকরণীয় দৃষ্টান্ত : শিক্ষামন্ত্রী - দৈনিকশিক্ষা

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ অনুকরণীয় দৃষ্টান্ত : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারা বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত। বর্তমান সরকার নারী বান্ধব সরকার। শুক্রবার (৫ এপ্রিল) রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা উইমেন অব দ্য ওয়ার্ল্ড (ওয়াও) ফাউন্ডেশন ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে দুই দিন ব্যাপী ঢাকা ওয়াও ফেস্টিভ্যালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এ কথা বলেন।  

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী, স্পীকার, সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে যে সমস্ত পদে নারীদের অযোগ্য বলে ধরে নেয়া হত সে সব পদ যেমন ওসি, ডিসি, এসপি এই সমস্ত পদে নারীরা সফলতার সাথে কাজ করছে। এত কিছুর পরও নারীর অনেক চ্যালেঞ্জ। এখনও নারীরা বিভিন্নভাবে সহিংসতার স্বীকার হয়। তা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই নারীরা নির্যাতন-বৈষম্যের স্বীকার।  

তিনি আরও বলেন, ধর্মের অপব্যাখ্যা করে নারীর অগ্রযাত্রাকে রুদ্ধ করে রাখা হয়েছে এবং তা ধর্মের কারণে নয়, তা করা হয়েছে পুরুষতান্ত্রিকতার কারণে। প্রথম ইসলাম গ্রহণকারীও একজন নারী। সমাজে কিছু পেতে হলে নারীকে যুদ্ধ করতে হয়। পক্ষান্তরে, পুরুষরা স্বতঃসিদ্ধভাবে সব কিছু পায়, তার জন্য যুদ্ধ করতে হয় না। নারী অধিকারের বিষয়ে নারী ও পুরুষের উভয়ের মনোজগতে পরিবর্তন দরকার। আমরা কেউ কারও প্রতিপক্ষ না। আমরা সহযোগী, সহযোদ্ধা। পুরুষদের সঙ্গে না নিলে আমরা এ প্রতিবন্ধকতা দূর করতে পারব না । 

এ সময় উপস্থিত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস, ওয়াও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জুট কেলি সিবিই, ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রিউ নিউটন প্রমুখ।                                                                              

 

কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস - dainik shiksha কাল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান, শনিবারও চালু ক্লাস সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি - dainik shiksha উপবৃত্তির সব অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বৃদ্ধি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় - dainik shiksha ১৩ বছরের কম বয়সী শিশুদের হাতে স্মার্টফোন নয় একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব - dainik shiksha একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১২ মে please click here to view dainikshiksha website Execution time: 0.0034961700439453