নাসা যাওয়া অনিশ্চিত শাবির চার শিক্ষার্থীর - দৈনিকশিক্ষা

নাসা যাওয়া অনিশ্চিত শাবির চার শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক |

দূতাবাস থেকে ভিসা প্রত্যাখ্যান হওয়ায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসায় যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) চার শিক্ষার্থীর একটি দলের। শুক্রবার (১৩ জুলাই) বিকেলে সাস্ট অলীক নামে ওই দলের দলনেতা আবু সাবিক মাহদি এ তথ্য জানিয়েছেন। 

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ প্রতিযোগিতা-২০১৮-এর বেস্ট ইউস অব ডেটা ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। এরপর দলের সব সদস্যকে আমন্ত্রণ জানায় নাসা। আমন্ত্রণ পাওয়া শিক্ষার্থীরা হলেন 

জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের ছাত্র আবু সাবিক মাহদি ও কাজী মইনুল ইসলাম, একই বিভাগের সাব্বির হাসান, পদার্থবিজ্ঞান বিভাগের এসএম রাফি আদনান এবং অলীক দলের তত্ত্বাবধায়ক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী।

মাহদি জানান, গত ২৯ মে ও ১২ জুন দুটি আলাদা ই-মেইলের মাধ্যমে তাদের আমন্ত্রণ জানায় নাসা এবং ২১ জুন নাসা থেকে প্রত্যেক সদস্যের নাম উল্লেখ করে আমন্ত্রণপত্র পাঠিয়েছিল। আমন্ত্রণপত্র পেয়ে তারা ১ জুলাই ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে ভিসার জন্য আবেদন করেন। ভিসার জন্য তারা সাক্ষাৎকার দেন গত বৃহস্পতিবার। পরে তাদের ভিসা আইএন-এর ২১৪ (বি) ধারায় প্রত্যাখ্যান করে দূতাবাস। 

মাহদি বলেন, ভিসা প্রত্যাখ্যান করায় নাসার আমন্ত্রণে অংশগ্রহণ করা পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে। অথচ হোটেল বুকিং থেকে শুরু করে নাসায় যাওয়ার সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। সব খরচ বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ বহন করছে।

তিনি আরও জানান, নাসার আমন্ত্রণ রক্ষা করতে হলে ২০ জুলাইয়ের মধ্যে তাদের নাসাতে উপস্থিত হতে হবে। সেখানে ২১, ২২ ও ২৩ জুলাই নাসার বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। ২১ জুলাই রকেট ফ্যালকন-৯-এর সিআরএস-১৮ মিশনের মহাকাশে উৎক্ষেপণ এবং ২২ ও ২৩ জুলাই অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শাবি দলের তত্ত্বাবধায়ক বিশ্বপ্রিয় চক্রবর্তী বলেন, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন হওয়াটা অবশ্যই দেশের জন্য গর্বের। আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও ভিসা-সংক্রান্ত জটিলতায় সেখানে যাওয়া এখন প্রায় অনিশ্চিত। এ রকম একটি প্রতিযোগিতায় দেশ থেকে একটি দল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে যদি সেখানে অংশ নিতে পারে তাহলে ভবিষ্যতে তরুণরা উৎসাহ হারিয়ে ফেলবে। তাদের স্বপ্ন দেখার পরিধি অনেক ছোট হয়ে যাবে। এ সব বিষয়ে সরকার এবং দেশে অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসের উচিত এই তরুণ মেধাবীদের পাসে এসে দাঁড়ানো এবং তাদের সর্বাত্মকভাবে সাহায্য করা।

শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ ব্যাপারে বলেন, এটা খুবই দুঃখজনক। তারা এতো কষ্ট করে সারা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে এখানে গেছে। নাসা তাদের আমন্ত্রণপত্র পাঠিয়েছে, তাদের অন্যান্য দিক দিয়ে সাপোর্টও দিচ্ছে, তারপরও ভিসা না দেওয়া দুঃখজনক। তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রীর পিএসের সঙ্গে কথা বলেছি। তিনি আবারও আবেদন করতে বলেছেন, তবে ভিসার জন্য সাক্ষাৎকারের সময়তো পাওয়া যাবে না। উপাচার্য বলেন, বিষয়টি নিয়ে খুবই আশা ছিল, স্বপ্ন ছিল। গত কয়েক দিন আগে প্রধানমন্ত্রীর সামনে বলেছিলাম, তারা নাসায় যাচ্ছে। এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন বলে জানান উপাচার্য।

নাসার বিভিন্ন গবেষণার তথ্য-উপাত্ত ব্যবহার করে 'লুনার ভিআর' নামে একটি অ্যাপ তৈরি করে শাবির দলটি। অ্যাপটির মাধ্যমে নাসার অ্যাপোলো-১১ অভিযান, মহাকাশযানটির অবতরণ এলাকা, চাঁদ থেকে সূর্যগ্রহণ দেখা ও চাঁদকে একটি স্যাটেলাইটের মাধ্যমে ভার্চুয়ালি আবর্তন করা যায়।

এর আগে ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট-২০১৮ (আইসিপিসি) ঢাকা আসরে বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল শাবির দল 'সাস্ট ডেসিফ্রেডর'। পরে আইসিপিসির চূড়ান্ত পর্ব পর্তুগালের ইউনিভার্সিটি অব পোর্টোতে অনুষ্ঠিত হয়। সেখানে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ভিসার আবেদন করলে তা বাতিল হয়ে যায়। পরে শেষ মুহূর্তে তাদের ভিসা হয় এবং তারা চূড়ান্ত পর্বে অংশ নেয়। 

শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি: শিক্ষা মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় - dainik shiksha অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী - dainik shiksha দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে বিশেষ কমিটি গঠনে নীতিমালা হবে: শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮ মে’র পরীক্ষা স্থগিত হিটস্ট্রোকে সাতক্ষীরায় শিক্ষকের মৃত্যু - dainik shiksha হিটস্ট্রোকে সাতক্ষীরায় শিক্ষকের মৃত্যু হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় - dainik shiksha হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে চাকরিতে আবেদনের বয়স ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ - dainik shiksha চাকরিতে আবেদনের বয়স ৩৫ করতে শিক্ষামন্ত্রীর সুপারিশ শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ - dainik shiksha শিক্ষিকার উত্যক্তকারীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি - dainik shiksha সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবি শিক্ষক সমিতির কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0063178539276123