জয়পুরহাট জেলা সদর থেকে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। এসময় দুই কিশোরসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটানায় স্কুল ছাত্রীর বাবা আদালতে অপহরণের মামলা করেছিলেন।
জানা গেছে, গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় জয়পুরহাট জেলা সদরের পাঁচুর মোড় এলাকা থেকে দুইজন স্কুলছাত্রী নিখোঁজ হয়েছেন। এরপরই নিখোঁজ ছাত্রীর বাবা ও মা তাদের মেয়েকে উদ্ধারের জন্য র্যাবের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরাও কিশোর। নিখোঁজ ছাত্রী দুইজনের বাবা জয়পুরহাট বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে এবং গত ১৯ জানুয়ারি বিকেলে আদালত র্যাবকে ২৪ ঘন্টার মধ্যে ভিকটিমদেরকে উদ্ধার করার জন্য নির্দেশ দেন।
এরপর র্যাবের একটি আভিযানিক দল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন আটাপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে মাত্র ১২ ঘন্টারও কম সময়ের মধ্যে গত বুধবার রাত আড়াইটার দিকে আটাপুর ইউনিয়নের আটাপুর গ্রামস্থ মো. আইয়ুব আলীর বাড়ী থেকে নিখোঁজ দুই কিশোরী স্কুলছাত্রীকে উদ্ধার করে। এসময় অপহরণে অভিযুক্ত দুই কিশোরকে আটক করা হয়।
সংবাদ সংগ্রহকালে উদ্ধারকৃত দুজন কিশোরীসহ আটককৃতদের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জয়পুরহাট আদালতে প্রেরণ এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেই নিশ্চিত করেছেন র্যাবের জয়পুরহাট কাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।