নিরাপদ সড়কের দাবিতে নীলক্ষেতে ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ - দৈনিকশিক্ষা

নিরাপদ সড়কের দাবিতে নীলক্ষেতে ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |

গণপরিবহনে হাফ পাস, নিরাপদ সড়ক নিশ্চিতসহ ছয় দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নেন। তাঁরা একপর্যায়ে ছয় দফা দাবিসংবলিত স্মারকলিপি

জমা দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা দেন। তবে কিছুটা এগোতেই তাঁরা পুলিশের বাধার মুখে পড়েন। তখন তাঁরা নীলক্ষেত মোড়ে বসে পড়েন।নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীদের অবস্থানের কারণে সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় থেকে সরে যান। পরে সড়কে যান চলাচল শুরু হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টাকালে শিক্ষার্থীদের বাধা দিয়ে নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশনস) মনিরুল হক বলেন, মিছিল নিয়ে যাওয়া যাবে না।

পরে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহ শিক্ষার্থীদের বলেন, বিজয় দিবসসহ বিভিন্ন কর্মসূচির কারণে ১৭ ডিসেম্বর পর্যন্ত মিছিল নিয়ে যেতে দেওয়া হবে না। শিক্ষার্থীদের স্মারকলিপি পুলিশ পৌঁছে দেবে।

নিরাপদ সড়কের দাবিতে নীলক্ষেত মোড়ে বিক্ষোভ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

সাত কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, ১৯ ডিসেম্বর বেলা ১১টায় তাঁরা আবার নীলক্ষেত মোড় থেকে ছয় দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে যাত্রা করবেন।

শিক্ষার্থীদের দাবি
সাত কলেজের শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য প্রজ্ঞাপন দিয়ে হাফ ভাড়া নিশ্চিত করা, বিআরটিসির বাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে যাতায়াতের ব্যবস্থা করা, গণপরিবহনে নারীদের যাত্রা নিরাপদ করার পাশাপাশি ট্রাফিক আইনের প্রতি জনসচেতনতা বৃদ্ধির জন্য তা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ন্যূনতম এক কোটি টাকা ক্ষতিপূরণসহ আহত-ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দায়িত্ব রাষ্ট্রের নেওয়া, সড়ক দুর্ঘটনায় দোষী চালক ও ফিটনেসবিহীন যানবাহনের মালিকদের জন্য দ্রুত বিচার আদালত স্থাপন করা, গণপরিবহনের ভেতরে ড্রাইভিং লাইসেন্সের কপি ও গাড়ির নম্বরপ্লেট দৃশ্যমান স্থানে রাখা, ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন করা, পরিবহন খাতে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধসহ ব্যক্তিগত বাস-ট্রাক-অটোরিকশার ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করা।

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0044858455657959