নির্বাচন কমিশন গঠনে আইনের প্রয়োজন আছে বলে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তবে আগামী ১৫ ফেব্রুয়ারি মধ্যে আইন করে নির্বাচন কমিশন গঠন করা সম্ভব নয়। তাই এবার সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন হবে। তবে পরেরবার আইন করা হবে।
রবিবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার অনুষ্ঠানে প্রধান অতিথি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
তত্ত্বাবধায় সরকারের প্রসঙ্গ টেনে আনিসুল হক বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পর তত্ত্বাবধায় সরকার নিয়ে তর্কের অবকাশ নেই। এদিকে খালেদা জিয়ার স্থায়ী মুক্তির ব্যাপারে আইনমন্ত্রী বলেন, এই বিষয়টি সরকারের হাতে নেই। এটি আদালতের এখতিয়ার।
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সঠিক ইতিহাসের স্বার্থে বঙ্গবন্ধু হত্যায় কমিশন গঠন করা হবে, কোনো প্রতিহিংসার জন্য নয়।
সাংবাদিকদের অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, অন্যায়ভাবে কোনো সাংবাদিককে হয়রানি করা হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সাইবার ক্রাইম দমনের জন্য ডিজিটাল সিকিউরিটি আইন করা হয়েছিল, বাক ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য নয় এবং এই সরকার তা করবেও না।
বিচারপতি নিয়োগের নীতিমালা প্রনয়ণে কাজ চলছে বলেও জানান মন্ত্রী।