নোবিপ্রবিতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি - দৈনিকশিক্ষা

নোবিপ্রবিতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

নোবিপ্রবি প্রতিনিধি |

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিভিন্ন প্রজাতির ফদল, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। বিভাগটির ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার  (২২ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর সামনে বৃক্ষরোপণ করার মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সড়কের পাশে নানা প্রজাতির ৫০টির মতো বৃক্ষের চারা রোপণ করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইকবাল হোসেন সুমন, সহকারী অধ্যাপক মো. মুহাইমিনুল ইসলাম, প্রভাষক মো. গোলাম কিবরিয়াসহ অর্থনীতি ১৪তম ব্যাচের শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা জানান, পরিবেশের প্রতি দায়বদ্ধতা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে নেওয়া হয়েছে এমন ব্যতিক্রমী উদ্যোগ। অর্থনীতি বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ‘প্রতিনিয়ত আমাদের দ্বারা পরিবেশ দূষিত হচ্ছে। যা প্রকৃতি এবং জলবায়ুর ওপর বিরূপ প্রভাব ফেলছে। অন্যদিকে গাছ আমাদের পরম বন্ধু। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা চাইলে জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিকর প্রভাবগুলো আছে তা কমিয়ে ফেলতে পারি। এই চিন্তা থেকে আমরা ব্যাচের সব বন্ধুরা মিলে এবং শ্রদ্ধেয় শিক্ষকদের পরামর্শে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করার উদ্যোগ নেই।’

আরেক শিক্ষার্থী কাজী তানজিদুল ইসলাম শান্ত বলেন, ‘আমাদের এই সেমিস্টারে এনভায়রনমেন্টাল ইকোনোমিকস কোর্সটি পড়াচ্ছেন শ্রদ্ধেয় গোলাম কিবরিয়া স্যার। স্যারের সার্বিক তত্বাবধানে আমরা ব্যাচের সবাই মিলে ক্যাম্পাস জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি। পরিবেশের ওপর আমাদের দায়বদ্ধতার অংশ হিসেবে এই ব্যতিক্রমী উদ্যোগটি গ্রহণ করেছি। পৃথিবীকে বাঁচাতে হলে আমাদের বৃক্ষ রোপণের বিকল্প নেই।

অর্থনীতি ও পরিবেশ বিজ্ঞান একে অপরের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত। আমরা যতই উন্নতি করি না কেন, দিনশেষে পরিবেশের ক্ষতি করে আমরা কেউই ভালো থাকতে পারবো না। বৃক্ষরোপণের এমন উদ্যোগ নেওয়ার বিষয়ে অর্থনীতি বিভাগের শিক্ষক মো. গোলাম কিবরিয়া বলেন, ‘আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডে পরিবেশের যে ক্ষতি হচ্ছে তার দায়বদ্ধতা থেকে আমাদের সকলের উচিত কমপক্ষে একটি করে বৃক্ষ রোপণ করা। অর্থনীতি ১৪তম ব্যাচের শিক্ষার্থীরা সেই দায়বদ্ধতা থেকে ক্যাম্পাস জুড়ে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে যা প্রশংসনীয়।’

অর্থনীতি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. মজনুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকে ক্যাম্পাসে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি পরিবেশ নিয়ে ভাবছে, পৃথিবী নিয়ে ভাবছে একারণে তাদের সাধুবাদ জানাই। ভবিষ্যতে তারা এ ধরনের কাজ অব্যাহত রাখবে এমনটাই প্রত্যাশা।

ভর্তির লটারিতে ভাগ্য খোলেনি সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থীর - dainik shiksha ভর্তির লটারিতে ভাগ্য খোলেনি সাড়ে পাঁচ লাখ শিক্ষার্থীর শিক্ষক নিয়োগ সুপারিশের কারিগরি সক্ষমতা চায় এনটিআরসিএ - dainik shiksha শিক্ষক নিয়োগ সুপারিশের কারিগরি সক্ষমতা চায় এনটিআরসিএ লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের স্কুলে ভর্তি ৫ কর্মদিবসের মধ্যে - dainik shiksha লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের স্কুলে ভর্তি ৫ কর্মদিবসের মধ্যে নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোয় গ্রেফতার ৪ - dainik shiksha নতুন শিক্ষাক্রম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোয় গ্রেফতার ৪ বিচারকের দিকে আসামির জুতা নিক্ষেপ - dainik shiksha বিচারকের দিকে আসামির জুতা নিক্ষেপ নির্দেশ না মানলে শিক্ষক-প্রতিষ্ঠানের এমপিও বন্ধ - dainik shiksha নির্দেশ না মানলে শিক্ষক-প্রতিষ্ঠানের এমপিও বন্ধ নির্বাচনের কারণে পেছাতে পারে বই উৎসব - dainik shiksha নির্বাচনের কারণে পেছাতে পারে বই উৎসব please click here to view dainikshiksha website Execution time: 0.0046401023864746