নৌকাবাইচ দেখতে ধরলা পাড়ে উপচে ভিড় | বিবিধ নিউজ

নৌকাবাইচ দেখতে ধরলা পাড়ে উপচে ভিড়

কুড়িগ্রামে ধরলা নদীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা। নৌকাবাইচ খেলা দেখতে দুরদুরান্তর থেকে এসেছে নানা বয়সী বিভিন্ন পেশার মানুষজন। শুক্রবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতু পাড়ে এ নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়।

কুড়িগ্রামে ধরলা নদীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা। নৌকাবাইচ খেলা দেখতে দুরদুরান্তর থেকে এসেছে নানা বয়সী বিভিন্ন পেশার মানুষজন। শুক্রবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা সেতু পাড়ে এ নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়। 

নৌকাবাইচ দেখতে ধরলা পাড়ে উপচে ভিড়

আয়োজক কমিটি জানান, এ নৌকাবাইচ প্রতিযোগিতায় জেলা ও জেলার বাইরে বিভিন্ন স্থান থেকে প্রায় ২২টি নৌকা অংশ নেয়। তিন দিনব্যাপী এ খেলায় প্রথম পুরস্কার একটি মহিষ, দ্বিতীয় পুরস্কার গরু ও তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে একটি ফ্রিজ।

নৌকাবাইচ দেখতে আসা মো. ফেরদৌস মিয়া দৈনিক শিক্ষাডটকমকে বলেন, দীর্ঘ ৭ বছর পর নৌকা খেলা দেখতে পেলাম। হাজার হাজার মানুষের ভিড়ে এ খেলা দেখার মজাই আলাদা। আমি চাই প্রতি বছর এ নৌকাবাইচ খেলা চালু হোক। গ্রাম বাংলার অতীত ঐতিহ্য আবার ফিরে আসুক।

মাধবরাম গ্রামের আয়শা বেগম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমার পরিবারের সবাই মিলে নৌকাবাইচ দেখতে এসেছি। খুব আনন্দময় একটা সময় কাটলো। বাচ্চারাও খেলা দেখে দারুণ খুশি।

আয়োজক কমিটির সভাপতি মো. ভজু মিয়া দৈনিক শিক্ষাডটকমকে বলেন, গ্রাম বাংলার অতীত ঐতিহ্যকে ধরে রাখতে আমরা স্থানীয় লোকজন নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেছি। টানা ৩ দিন ধরে চলবে এ প্রতিযোগিতা। 

নৌকাবাইচ দেখতে ধরলা পাড়ে উপচে ভিড়

নৌকাবাইচ দেখতে ধরলা পাড়ে উপচে ভিড়

নৌকাবাইচ দেখতে ধরলা পাড়ে উপচে ভিড়

নৌকাবাইচ দেখতে ধরলা পাড়ে উপচে ভিড়

শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।