পদবি পরিবর্তনের দাবিতে শিক্ষা ভবনে কর্মচারিদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি - দৈনিকশিক্ষা

পদবি পরিবর্তনের দাবিতে শিক্ষা ভবনে কর্মচারিদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক |

‘সচিবালয়ের মতো পদবী পরিবর্তনের দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেরন শিক্ষা ভবনের কর্মচারিরা। বুধবার সকাল নয়টা থেকে দুইঘন্টা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ’ এর উদ্যোগে শিক্ষাভবনের সামনে এবং শিক্ষা বিভাগের মাঠ পর্যায়ের সকল অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীগণ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন। 

শিক্ষাভবনের সামনে কলম বিরতি ও অবস্থান কর্মসূচীতে কর্মচারী পরিষদের সভাপতি কাবুল হোসেন মোল্যা ও সাধারণ সম্পাদক মো: বেল্লাল হোসেন এবং পরিষদের নেতৃবৃন্দসহ শিক্ষাভবনের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, সচিবালয়, পাবলিক সার্ভিস কমিশন, হাইকোর্ট ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও আওতাধীন মাঠ পর্যায়ের অফিস, সরকারি কলেজ ও সরকারি মাধ্যমিক  বিদ্যালয়ের প্রধান সহকারী, উচ্চমান সহকারী, হিসাবরক্ষক কাম ক্লার্ক, হিসাবরক্ষক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর ও ডাটাএন্ট্রি অপারেটরসহ সমপদের প্রায় ১৪শ কর্মচারী পদবী ও আর্থিক বৈষম্যের শিকার। 

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তিনবার পদবী ও বেতনগ্রেড পরিবর্তনের সুপারিশ করলেও মাউশি অধিদপ্তরসহ সারাদেশের অন্যান্য সরকারী দফতর ও সংস্থায় কর্মরত বর্ণিত পদগুলো আগের পদবী ও বেতন স্কেলেই রাখা হয়েছে।

কর্মসূচি পালনকালে সংগঠনের সাধারণ সম্পাদক মো: বেল্লাল হোসেন বলেন, বাংলাদেশ সচিবালয়ের ভেতর ও বাইরে সরকারি দপ্তরের প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাঁটলিপিকারসহ সমপদের পদবি ও বেতন স্কেল এক এবং অভিন্ন ছিল। ১৯৯৫ খ্রিষ্টাব্দের প্রজ্ঞাপন দিয়ে তৎকালীন সরকার শুধু সচিবালয়ের বর্ণিত পদগুলো প্রশাসনিক কর্মকর্তা/ব্যক্তিগত কর্মকর্তা পদবিসহ ১০নং গ্রেডে উন্নীত করা হয়। অথচ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর প্রধান সহকারী, উচ্চমানসহকারী, হিসাবরক্ষক কাম ক্লার্ক, হিসাবরক্ষক, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর ও ডাটাএন্ট্রি অপারেটরসহ সমপদের প্রায় ১৪শ কর্মচারী একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে চাকুরিতে যোগদান করে এখনো একই পদে রয়েছেন। ফলে সরকারি দপ্তরগুলোর মধ্যে পদবি ও বেতন বৈষম্যেও সৃষ্টি হয়।

তিনি বলেন, কর্মচারী সংগঠনের দাবী দাওয়ার পরিপ্রেক্ষিতে বৈষম্য নিরসনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পরপর ৩ বার প্রধান সহকারী, উচ্চমান সহকারীসহ সমপর্যায়ের পদগুলোর পদবী ও বেতনস্কেল পবিরর্তন করে বৈষম্য নিরষণের সুপারিশ করা সত্ত্বেও জনপ্রশাসন মন্ত্রণালয় সুপারিশটি বাস্তবায়ন করছেনা।

তিনি অভিযোগ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশনা, জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ৩ বারের সুপারিশ এবং ১০ম জাতীয় সংসদের মাননীয়বিরোধী দলীয় নেতার এতদবিষয়ে জাতীয় সংসদে বিষয়টি বাস্তবায়নের জন্য অনুরোধ সত্ত্বেও কেন বৈষম্য দূর করা হচ্ছেনা তা আমাদের বোধগম্য নয়।

সাধারণ সম্পাদক বেলাল হোসেন আরো বলেন, কর্মচারীদের পদবি ও বেতনবৈষম্য নিরসনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বিজয়ের মাসেই পদবী ও বেতন বৈষম্যের অবসান চান। অবস্থান কর্মসূচীতে সভাপতি কাবুল হোসেন মোল্যা ও সিনিয়র সহসভাপতি মো: নিজামুল কবির একই দাবী নিয়ে বক্তব্য দেন। 

ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা - dainik shiksha ফাঁস হওয়া প্রশ্নেই প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে - dainik shiksha এসএসসি পরীক্ষার ফল ১০ বা ১১ মে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ - dainik shiksha কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঘণ্টা চালুর নির্দেশ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে - dainik shiksha প্রাথমিক বিদ্যালয়ে শনিবারের ছুটি বহাল থাকছে please click here to view dainikshiksha website Execution time: 0.0043079853057861