পবিপ্রবিতে অনুমোদনহীন পদে শিক্ষক নিয়োগের তোড়জোড় - দৈনিকশিক্ষা

পবিপ্রবিতে অনুমোদনহীন পদে শিক্ষক নিয়োগের তোড়জোড়

পটুয়াখালী প্রতিনিধি |

পূর্বানুমোদন ছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে অনেক আগেই নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সরকারের এ সিদ্ধান্তের কথা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। তবে সরকারি এ নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অনুমোদনহীন পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

২৬ মে বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের পোস্ট হারভেস্ট টেকনোলজি অ্যান্ড মার্কেটিং বিভাগে প্রভাষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ওই বিভাগে প্রভাষক পদে নিয়োগের ক্ষেত্রে সরকারের কোনো অনুমোদন নেই। সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করেই অনুমোদনহীন পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। দুর্নীতি এবং পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে তিনি এমন বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

বিষয়টিকে দুর্নীতির প্রথম ধাপ বলেও মনে করছেন তারা। এদিকে ১৫ জুন শিক্ষক সমিতির সাধারণ সভায় শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও অনিয়মের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ করেন শিক্ষকরা। একাধিক শিক্ষক নেতা বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। যোগাযোগ করা হলে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং বিভাগের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, অনুমোদন না থাকলে নিয়োগ বোর্ডে যাবেন কিনা সেজন্য তিনি শিক্ষক সমিতির কাছে পরামর্শ চেয়েছেন। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর এবিএম মাহবুব মোর্শেদ খান বলেন, এ বিষয়ে আমরা ভিসি স্যারের সঙ্গে কথা বলেছি।

এদিকে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর জেহাদ পারভেজ সাধারণ সভায় শিক্ষকদের প্রতিবাদের বিষয়টি স্বীকার করে বলেন, শিক্ষকরা এ ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন। বিধিবহির্ভূতভাবে নিয়োগ না দিতে উপাচার্যকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

বক্তব্য জানতে যোগাযোগ করা হলে পবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এসব বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন। অনুমোদনহীন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের সত্যতা স্বীকার করে পবিপ্রবি’র রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, শিক্ষক সংকট থাকায় মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয় ভাবছেন কীভাবে এটাকে নিয়োগ দেওয়া যায়। তবে অনুমোদন পাওয়ার আগেই সরকারি সিদ্ধান্ত অমান্য করে নিয়োগের জন্য এভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে রেজিস্ট্রার বলেন, এটা পারা যায় না তবে প্রয়োজনের জন্য অনেক সময় অনেক কিছু করতে হয়।

স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় - dainik shiksha স্কুল-কলেজ শিক্ষকদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? - dainik shiksha শ্রেষ্ঠ শিক্ষকের মানদণ্ড কী? অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ - dainik shiksha অবসর-কল্যাণে শিক্ষার্থীদের দেয়া টাকা জমার কড়া তাগিদ কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে - dainik shiksha সুপ্রিম কোর্টের ফতোয়ার রায় পাঠ্যপুস্তকে নিতে হবে সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি - dainik shiksha সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী - dainik shiksha শিক্ষকের বেতন ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ চলছে: শিক্ষামন্ত্রী বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি - dainik shiksha বিএসসি মর্যাদার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাসব্যাপী কর্মসূচি please click here to view dainikshiksha website Execution time: 0.0039911270141602