পরীক্ষার দাবিতে আন্দোলনে ডুয়েট শিক্ষার্থীরা - দৈনিকশিক্ষা

পরীক্ষার দাবিতে আন্দোলনে ডুয়েট শিক্ষার্থীরা

গাজীপুর প্রতিনিধি |

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) পুনরায় পরীক্ষার দাবিতে আন্দোলনে নেমেছেন বিভিন্ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীরা। আজ বুধবার (৩ মার্চ) বেলা ১০টার দিকে ক্যাম্পাসের মূল ফটক থেকে বিভিন্ন প্ল্যাকার্ড, স্লোগান, ফেস্টুন নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে লাইব্রেরি ভবন, একাডেমিক ভবনসহ পুরো ক্যাম্পাস প্রক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।[

এসময় তারা স্লোগান দেন- ‘আর কোন দাবী নাই, ঈদের আগে পরীক্ষা চাই’, ‘পরীক্ষা নিয়ে তালবাহানা, চলবে না, চলবে না’, ‘দাবি শুধু একটাই, যত দ্রুত পরীক্ষা চাই’। শিক্ষার্থীরা জানিয়েছেন, ঈদের আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার পূর্ণ আশ্বাস না দেওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের চলমান সেমিস্টারের সকল শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত রুটিন অনুযায়ী আজ (৩ মার্চ) থেকে পরীক্ষা নেওয়ার কথা ছিল। তবে গত ২৩ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রীর ঘোষণায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা অনির্দিষ্টকাল পর্যন্ত পিছিয়ে দেয়। এতে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা বিপাকে পড়ে ভবিষ্যতে অনিশ্চয়তার আশঙ্কায় অবশেষে আন্দোলনের পথ বেছে নেন।

যদিও অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের চলমান পরীক্ষা না নিয়েই বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ২৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরুর রুটিন প্রণয়ন করে। তবে শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য তা ভালো খবর নয় বলে তারা মনে করছেন। 

শিক্ষার্থীরা বলছেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে ডুয়েটে অধ্যয়রত প্রতিটি শিক্ষার্থী চার বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর কারণে কমপক্ষে ২-৩ বছর কম সময় পাবে সরকারি চাকরিতে আবেদনের জন্য। এটি কেউ না বুঝলেও বিশ্ববিদ্যালয় (ডুয়েট) প্রশাসনকে অবশ্যই গভীরভাবে উপলব্ধি করতে হবে।

প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু ৯ মে প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা - dainik shiksha প্রাথমিকের তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী - dainik shiksha ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়: শিক্ষামন্ত্রী তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে - dainik shiksha তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হতে পারে বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত - dainik shiksha বঙ্গবন্ধুকে হারিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষাখাত আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি - dainik shiksha আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.003446102142334