পরীক্ষার হলে উত্তর বলে না দেয়ায় শিক্ষককে মারধর - দৈনিকশিক্ষা

পরীক্ষার হলে উত্তর বলে না দেয়ায় শিক্ষককে মারধর

দৈনিক শিক্ষাডটকম, পিরোজপুর |

দৈনিক শিক্ষাডটকম, পিরোজপুর : পিরোজপুরের কাউখালী উপজেলার ৫ নং বেতকা গোয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু হানিফকে মারধরের অভিযোগ উঠেছে একই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রীর ভাইদের বিরুদ্ধ। ভুক্তভোগী শিক্ষক এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন। গত বৃহস্পতিবার দুপুরে ৩য় প্রান্তিক মূল্যায়ন পরিক্ষা শেষে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষক মো. আবু হানিফের অভিযোগে জানা যায়, বৃহস্পতিবার সকালে বেতকা গেয়ালতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় প্রান্তিক মূল্যায় পরীক্ষা চলাকালীন চতুর্থ শ্রেণির ছাত্রী সাইমুন জাহান ফারিয়া হলে দায়িত্বে থাকা শিক্ষক মো. আবু হানিফ এর কাছে ইংরেজি বিষয়ের একটি প্রশ্নের উত্তর জানতে চান। তিনি এর কোনো উত্তর না বলে তাকে লেখার জন্য বলেন। এর পরেও ওই ছাত্রী তাকে একাধিকবার বিরক্ত করলে তিনি শেষে তাকে ধমক দিয়ে চুপচাপ পরীক্ষা দেয়ার জন্য বলেন। পরে পরীক্ষা শেষে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারকে বলে। শিক্ষক আবু হানিফ পরিক্ষা শেষে স্কুল সংলগ্ন বাজারের মসজিদে নামাজ পড়ে বের হলে ওই ছাত্রীর ভাই মো. সজীব খান (২০),  চাচাতো ভাই মো. মহাসিন মন্টু (২৫) ও মো. ইয়াছিন খান (১৯) তাকে বাজারের একটি চায়ের দোকানে নিয়ে কিল-ঘুষি ও চর থাপ্পড় মারতে থাকেন। এ সময় স্হানীয়রা এসে তাকে উদ্ধার করেন। তখন ওই বখাটেরা শিক্ষককে দেখে নেয়ার হুমকি দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা খাতুন বলেন, এখানে শিক্ষকের দোষ ছিলো না। দুপুরে পরীক্ষা শেষে ওই ছাত্রীর ভাইয়েরা এসে তার বোনের কথা মতো স্কুলের সামনের বাজারের চায়ের দোকানে শিক্ষককে ধরে নিয়ে মারধর করেন। ওই ছাত্রীর সঙ্গে শিক্ষকের যদি কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে তারা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারতেন। শিক্ষকের গায়ে হাত দেয়া মেনে নেয়া যায় না। এটা খুবই দুঃখজনক। 

ওই ছাত্রীর ভাই মো. সজীব খান বলেন, ওই শিক্ষক  ইংরেজি পরীক্ষার দিন তার বোনকে পরীক্ষার হলে বসে বকাঝকা ও চড়থাপ্পড় মারেন। এসব ঘটনায় পরীক্ষার পর বাড়িতে গিয়ে কেঁদে ফেলেন ফারিয়া। পরে আবেগের বশে বিদ্যালয়ের কাছের বাজারে বসে এ বিষয় নিয়ে শিক্ষকের সঙ্গে ধাক্কাধাক্কি  হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, শিক্ষককে মারধরের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দেশে পিএইচডিধারী ৫২ হাজার - dainik shiksha দেশে পিএইচডিধারী ৫২ হাজার নীতিমালা ভেঙে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছে সামসুল হক খান স্কুল - dainik shiksha নীতিমালা ভেঙে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছে সামসুল হক খান স্কুল প্রাথমিক ও ব্যাংকের পরীক্ষা একই দিনে, বিপাকে চাকরিপ্রত্যাশীরা - dainik shiksha প্রাথমিক ও ব্যাংকের পরীক্ষা একই দিনে, বিপাকে চাকরিপ্রত্যাশীরা শনিবারও অফিস করার সিদ্ধান্ত জবির নতুন উপাচার্যের - dainik shiksha শনিবারও অফিস করার সিদ্ধান্ত জবির নতুন উপাচার্যের স্কুল ও হাসপাতাল লক্ষ্য করে হামলা চালাচ্ছে জান্তা - dainik shiksha স্কুল ও হাসপাতাল লক্ষ্য করে হামলা চালাচ্ছে জান্তা ঢাবির তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগারে প্রফেশনাল মাস্টার্স করার করার সুযোগ - dainik shiksha ঢাবির তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগারে প্রফেশনাল মাস্টার্স করার করার সুযোগ শিক্ষা ক্যাডারে আত্তীকৃত ১৬২ জনের চাকরি স্থায়ী হলো - dainik shiksha শিক্ষা ক্যাডারে আত্তীকৃত ১৬২ জনের চাকরি স্থায়ী হলো please click here to view dainikshiksha website Execution time: 0.010302782058716