পরীক্ষার হলে স্ত্রীকে উত্তরপত্র সরবরাহ করে শিক্ষক স্বামী আটক - দৈনিকশিক্ষা

পরীক্ষার হলে স্ত্রীকে উত্তরপত্র সরবরাহ করে শিক্ষক স্বামী আটক

দিনাজপুর প্রতিনিধি |

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন শিক্ষক হাবিবুর রহমান (৩৬)। তাঁর স্ত্রী আক্তারিনা পারভীন একই ভবনের নিচতলার একটি কক্ষে পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা শুরুর ২০ মিনিট পরে হাবিবুর স্ত্রীর পরীক্ষাকক্ষে ঢুকে উত্তরপত্রের একটি কপি তাঁর হাতে দিয়ে চলে যান। এ সময় কক্ষের অন্য পরীক্ষার্থীরা বিষয়টি দেখে ফেলেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কক্ষ পরিদর্শন করতে এলে অন্য পরীক্ষার্থীরা উত্তরপত্র সরবরাহের বিষয়টি বলে দেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পরীক্ষার্থী এবং তাঁর স্বামী ঘটনার সত্যতা স্বীকার করলে পুলিশ হাবিবুর রহমানকে আটক করে। গতকাল শুক্রবার সকালে দিনাজপুর সদর উপজেলার পৌরশহরের দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর ওই কলেজের অধ্যক্ষ কোতোয়ালি থানার পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে জানিয়েছেন। হাবিবুর রহমান ওই কলেজেরই বাংলা বিভাগের প্রভাষক।

এদিকে একই দিন নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে আরও ৯ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ জানায়, আটক সবার বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনে মামলা হয়েছে। তাঁদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

গ্রেফতার অন্যরা হলেন দিনাজপুর কারিগরি ইনস্টিটিউট কেন্দ্র থেকে জয়ন্ত কুমার সরকার (৩০), এস আর পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে রবিউল ইসলাম (৩০), কেবিএম কলেজ কেন্দ্রে বেলী আক্তার (৩০), সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ববিতা অধিকারী (৩২) ও মোর্শেদা খাতুন, চেহেলগাজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে মিতা রায়, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে রুবাইয়াত ফারহান। এ ছাড়া হাসিবুর রহমান ও মনহাজুল ইসলাম নামের দুই ব্যক্তিকে কেন্দ্রের বাইরে থেকে আটক করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, বিভিন্ন কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে ১০ জনকে আটক করা হয়েছে। পাবলিক পরীক্ষা আইনের মামলায় তাঁদের গ্রেফতার দেখিয়ে আজ শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় - dainik shiksha কাল থেকে শিক্ষা বর্ষপঞ্জি অনুযায়ী চলবে সব প্রাথমিক বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির - dainik shiksha বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ - dainik shiksha ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে দেশজুড়ে সংহতি সমাবেশ সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ - dainik shiksha সব মাদরাসার ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে - dainik shiksha অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক : দুই মন্ত্রণালয় যা করবে নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ - dainik shiksha নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় - dainik shiksha শুক্রবার স্কুল খোলার সিদ্ধান্ত হয়নি, জানালো শিক্ষা মন্ত্রণালয় সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির - dainik shiksha সিনিয়র আইনজীবীরা বিচার বিভাগের স্বার্থে কথা বলবেন, আশা প্রধান বিচারপতির দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0036411285400391