সুনামগঞ্জের তাহিরপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত যুবকের নাম মাহমুদুল হাসান নাঈম (২০)। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের জাকির হোসেন অরফে ক্বারি মিয়ার ছেলে। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরের দিকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, ওই এসএসসি পরীক্ষার্থী বাদাঘাট সরকারি কলেজ সেন্টারে পরীক্ষা দেয়া। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় বখাটে যুবক মাহমুদুল হাসান নাঈম এসএসসি পরীক্ষার্থীকে ঝাপটে ধরে এবং তাকে অপহরণ করার চেষ্টা করে। এসময় ছাত্রী চিৎকার দিলে তার সহপাঠীরাসহ পথচারীরা এগিয়ে তাকে উদ্ধার করে এবং ওই যুবককে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত পুলিশের হাতে তুলে দেয়।
ঘটনাস্থলে থাকা তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারেক আল মামুন দৈনিক শিক্ষাডটকমকে জানান, সকালে পরীক্ষা কেন্দ্রের সামনে দিয়ে বাাদাঘাট বাজারের দিকে আসার পথে হঠাৎ দেখি এক পরীক্ষার্থীকে এক যুবক জোরপূর্বক ঝাপটে ধরে অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করছে। পরে বিষয়টি এসএসসি কেন্দ্রের দায়িত্বরত পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে এসে ছাত্রীকে উদ্ধার করে এবং যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার দৈনিক শিক্ষাডটকমকে জানান, এ ঘটনায় এক যুবককে পুলিশ আটক করেছে। আটককৃত যুবক এখন পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।