পাঁচ পলিটেকনিকে নতুন অধ্যক্ষ উপাধ্যক্ষ | মেডিকেল নিউজ

পাঁচ পলিটেকনিকে নতুন অধ্যক্ষ উপাধ্যক্ষ

পাঁচ পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

পাঁচ  পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে এ  সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। 

নতুন অধ্যক্ষ পাওয়া কলেজেগুলো হলো সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট, বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট এবং রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট।

জানা গেছে, সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. মাকসুদুর রহমানকে একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ করা হয়েছে। এছাড়া স্টেপ প্রকল্পের উপপরিচালক মো আব্দুর রহমানকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের এবং বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. আনোয়ারুল কবীরকে একই প্রতিষ্ঠানের অধ্যক্ষ করা হয়েছে। 

এছাড়া ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইনস্ট্রাকটর মো. রেদুয়ানুর রহমানকে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মতিন হাওলাদারকে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ করা হয়েছে।