পাঁচ বিষয়ের নতুন বই পৌঁছেনি বাউফলে - Dainikshiksha

পাঁচ বিষয়ের নতুন বই পৌঁছেনি বাউফলে

নিজস্ব প্রতিবেদক |

সারাদেশে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সোমবার (১ জানুয়ারি)  উৎসবের আয়োজন করা হলেও পাঁচ বিষয়ের নতুন বই হাতে পাবে না পটুয়াখালীর বাউফলের শিক্ষার্থীরা।

রোবববার (৩১ ডিসেম্বর) পর্যন্ত মাধ্যমিকের ৮ম শ্রেণির কৃষি শিক্ষা, দাখিলে ৯ম শ্রেণির কুরআন মাজিদ ও হাদিস শরিফ, ৭ম ও ৮ম শ্রেণির আকাঈদ ও ফিকাহ এই পাঁচ বিষয়ের নতুন বই পৌঁছেনি বাউফলে।

পাঁচ বিষয়ের বই না পাওয়া প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল হক জানান, মাধ্যমিকে ৮ম শ্রেণির কৃষি শিক্ষা বিষয়ের বই এসে পৌঁছেনি। পাওয়া গেলে দ্রুত তা শিক্ষার্থীদের হাতে পৌঁছোনো হবে। দাখিল ৯ম শ্রেণির কুরআন মাজিদ ও হাদিস শরিফ, ৭ম ও ৮ম শ্রেণির আকাঈদ ও ফিকাহ এই পাঁচ বিষয়ের বই পরিবর্তণের জন্য এনসিটিবি ফেরত নেওয়ায় শিক্ষার্থীদের দেওয়া যাচ্ছে না। অনুমতি নিয়ে ইতিমধ্যে কাছিপাড়া, কনকদিয়া ও বাউফল সদরসহ ৪টি বিদ্যালয়ের কারিগরি বোর্ডের আওতায় থাকা শিক্ষার্থীদের বইগুলো পটুয়াখালী জেলা সদর থেকে গ্রহন করেছে ওইসব বিদ্যালয় কর্তৃপক্ষ।

তিনি বলেন, নতুন ক্লাসের নতুন বই হাতে পেলে দারুন খুশি হয় শিক্ষার্থীরা। আগামিকাল সোমবার বছরের প্রথম দিনে উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। এতে ইতিবাচক প্রবাব পড়বে শিক্ষার্থীদের সারা বছরের লেখাপড়ায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসুত্রে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ে উপজেলার মোট ৬২টি হাই স্কুল ও ৬৭ টি মাদ্রাসায় বই বিতরণ করা হয়েছে। মাধ্যমিকের স্কুল পর্যায়ে চাহিদা অনুযায়ী ১ লাখ ৮৩ হাজার ৫০০ বই পাওয়া যায়। তা থেকে বিতরণ করা হয় ৮০ শতাংশ। দাখিল পর্যায়ে ৩ লাখ ৪৭ হজার ৫০০ চাহিদার অনুকুলে পাওয়া যায় ৩ লাখ ৪ হাজার ১৫০০ বই। সেখান থেকে বিতরণ করা হয় ৪০ শতাংশ বই।

অপর দিকে প্রাথমিকের চাহিদা অনুযায়ী ২ লাখ ২ হাজার ৪৪৬ বই পাওয়া গেলে সেখান থেকে স্কুলগুলোতে  বিতরণ করা হয় ১ লাখ ৮৪ হাজার ৭৪০ বই।

স্কুলে বই বিতরণের দায়িত্বে থাকা উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাইনুল ইসলাম জানান, ২৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১০টি কিন্ডার গার্ডেন, মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অনুমোদন নিয়ে আসা আরো ১০টি প্রাথমিক(মোট-১৫৭টি)বিদ্যালয়ে বই পৌঁছে দেওয়া হয়েছে। প্রতিটি স্কুল প্রতি ক্লাসের এক সেট করে বই পাবে। উদ্বৃত্ত বই স্টকে থাকবে। তবে কোন কারণে দেশের কোন এলাকায় বইয়ের ঘাটতি হলে সেখানে পৌঁছানো হবে স্টকের বই।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম জানান, বাউফলের প্রত্যন্ত অঞ্চলসহ প্রাথমিকের সব শিক্ষার্থীর মাঝে নতুন বই পৌঁছানোর মাধ্যমে বই উৎসব পালন করা হবে। বই উৎসবের প্রস্ততি নেওয়া হয়েছে প্রতিটি বিদ্যালয়ে।

 

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.0059750080108643