পাওনা টাকা চাওয়ায় শিক্ষকের ওপর হামলা | বিবিধ নিউজ

পাওনা টাকা চাওয়ায় শিক্ষকের ওপর হামলা

ঝিনাইদহ হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী গ্রামে রোববার পাওনা টাকা চাওয়ায় সোহেল রানা নামে এক শিক্ষককে বেধড়ক মারধর করা হয়েছে। আহত শিক্ষক সোহেল রানা ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

ঝিনাইদহ হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী গ্রামে রোববার পাওনা টাকা চাওয়ায় সোহেল রানা নামে এক শিক্ষককে বেধড়ক মারধর করা হয়েছে। আহত শিক্ষক সোহেল রানা ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

হাসপাতালে চিকিৎসাধীন সোহেল রানা জানান, রিশখালী গ্রামের মিজানের সঙ্গে তিনি ব্যবসা করতেন। চার মাস আগে তাদের ব্যবসা পৃথক হয়ে যায়। তিনি মিজানের কাছে ৮৮ হাজার টাকা পান। ওই টাকা চাইলে বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হয়। এ নিয়ে গত বৃহস্পতিবার বাজারে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। রোববার সকালে তিনি গ্রামের স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় মিজানের নেতৃত্বে কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা তাকে রাস্তায় ফেলে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যায়।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত মিজানের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

স্থানীয় মাজেদ নামে এক ব্যক্তি জানান, সোহেল রানা ও মিজানের ব্যবসায়িক লেনদেনের বিষয়ে গত বৃহস্পতিবার বাজারে সালিশ হয়। সেখানে গ্রামের এক ব্যক্তি ওই শিক্ষকের পক্ষ নিয়ে মিজানকে মারধর করে। ওই ঘটনার জেরেই রোববার মিজান তাকে মারধর করেছে।

থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত শিক্ষক মামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।