পাকিস্তানে আরো দুটি স্কুলে আগুন - Dainikshiksha

পাকিস্তানে আরো দুটি স্কুলে আগুন

দৈনিক শিক্ষা ডেস্ক |

পাকিস্তানে আবার মেয়েদের স্কুল সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা আরো দুটি স্কুল পুড়িয়ে দিয়েছে। এবারের ঘটনা বেলুচিস্তান প্রদেশের পিশিন জেলায়। এ নিয়ে পাকিস্তানে গত এক সপ্তাহে দুইবার মেয়েদের স্কুলে আগুন দেওয়ার ঘটনা ঘটল।

এর আগে গত শুক্রবার রাতে দেশটির উত্তরে অবস্থিত গিলগিত বেলুচিস্তানে মেয়েদের ছয়টি স্কুলসহ মোট ১২টি স্কুল আগুন ধরিয়ে দিয়েছিল সন্ত্রাসীরা। এ দুই ঘটনা পাকিস্তানে শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগটা আরো বাড়িয়ে দিয়েছে।

পাকিস্তানের দুনিয়া নিউজ জানিয়েছে, মঙ্গলবার রাতে সন্ত্রাসীরা স্কুল দুটিতে আগুন দেয়। এ সময় স্কুলে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে গত শুক্রবারও একই ধরনর হামলার শিকার হয় একই প্রদেশের আরো ডজন খানেক স্কুল। ওই হামলার ধরনও এমনই ছিল। কারা চালিয়েছে জানা যায়নি এবং হামলা হয়েছে রাতে। ফলে সেগুলোতেও হতাহতের ঘটনা নেই।

পাকিস্তানের উত্তরাঞ্চলে মেয়েদের স্কুলে আগুন দেওয়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে। ২০১১ খ্রিস্টাব্দের ডিসেম্বরে চিলাসে মেয়েদের দুটি স্কুলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে স্কুল দুটি ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ২০০৪ খ্রিস্টাব্দে একই এলাকায় মেয়েদের স্কুল লক্ষ্য করে বড় ধরনের হামলা চালানো হয়েছিল। সে সময়ে পাঁচ দিনে ৯টি স্কুলে হামলা চালিয়ে ধ্বংস করা হয়। এর মধ্যে মেয়েদের স্কুল ছিল আটটি। সন্ত্রাসীরা খাইবার পাখতুনখোয়া এবং উপজাতি এলাকায় বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বোমা মেরে উড়িয়ে দেয়।

গত ১০ বছরে পাকিস্তানের উপজাতি এলাকায় অন্তত এক হাজার ৫০০ স্কুল সন্ত্রাসীরা ধ্বংস করে দিয়েছে। শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই সোয়াত অঞ্চলে স্কুল থেকে ফেরার সময়ই তালেবান সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হন। 

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ - dainik shiksha শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস - dainik shiksha শিক্ষার্থী বিক্ষোভের মধ্যে ইহুদিবিদ্বেষ নিয়ে বিল পাস সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল - dainik shiksha সপ্তদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা কাল দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা : একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা - dainik shiksha রোববার থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা - dainik shiksha শনিবার থেকে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা please click here to view dainikshiksha website Execution time: 0.003497838973999