পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু | বিবিধ নিউজ

পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে জুনাইদ (৯) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চরফরাদী ইউনিয়নের চর চাড়াল বন্দ এলাকার ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে জুনাইদের মৃত্যুর এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে জুনাইদ (৯) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চরফরাদী ইউনিয়নের চর চাড়াল বন্দ এলাকার ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে জুনাইদের মৃত্যুর এ ঘটনা ঘটে।

জুনাইদ উপজেলার চরফরাদী ইউনিয়নের চর চাড়াল বন্দ গ্রামের জুয়েল মিয়ার ছেলে। সে ভাওয়ালের বকুলতলা গ্রামে নানার বাড়িতে থেকে একটি মাদরাসায় হাফেজি বিভাগে পড়াশোনা করতো।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশু জুনাইদ পরিবারের অন্যদের সঙ্গে গোসল করতে শুক্রবার দুপুরে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে যায়। নদের পানিতে নেমে গোসলের এক পর্যায়ে বেলা পৌনে ১টার দিকে সে স্বজনদের থেকে কিছুটা দূরে চলে গিয়ে নদের পানিতে হাবুডুবু খেতে থাকে।

আরও পড়ুন : দৈনিক শিক্ষাডটকম পরিবারের প্রিন্ট পত্রিকা ‘দৈনিক আমাদের বার্তা

এ সময় স্বজনেরা এগিয়ে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করলেও ততক্ষণে শিশুটি মারা যায়।
এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে আসে।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান জানান, পানিতে ডুবে শিশুর মারা যাওয়ার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। এছাড়া এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেইজটি ফলো করুন